Advertisment

Viral: হুইল চেয়ারে বসা তরুণীকে চরম হেনস্থা…চরম বিশৃঙ্খলায় প্রশ্নের মুখে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ

অভিযোগের বিষয়ে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ এখনও কোন প্রতিক্রিয়া জানায়নি।

author-image
IE Bangla Web Desk
New Update
The thread of posts clocked 17.7k views.

'উঠে দাঁড়ান'...অবাক হুইলচেয়ারে বসা প্রতিবন্ধী তরুণী, কলকাতা বিমানবন্দরে হেনস্থার ঘটনায় সরব নেটদুনিয়া

'শুধু ২ মিনিট মিনিট দাঁড়ান', হুইলচেয়ারে বসা মেয়েটি কলকাতা বিমানবন্দরের নিরাপত্তা আধিকারিকদের কাছ থেকে একথা শুনেই অবাক হয়ে যান। এক-দুই বার নয়! কলকাতা বিমানবন্দরে তিনবার দাঁড়াতে বলা হয় শারীরিক ভাবে প্রতিবন্ধী তরুণীকে। এই ঘটনা জানাজানি হতেই সোশ্যাল মিডিয়ায় আলোড়ণ পড়ে যায়। ঘটনার জেরে ক্ষুব্ধ নেটিজেনরা।

Advertisment

শারীরিক ভাবে প্রতিবন্ধী আরুষি সিং কলকাতা বিমানবন্দরে হাড়হিম ঘটনা শেয়ার করেছেন। তিনি তার পোস্টে উল্লেখ করেছেন, তাঁর অক্ষমতা জানা সত্ত্বেও নিরাপত্তার কারণে কলকাতা বিমানবন্দে তিনবার দাঁড়াতে বলা হয়। ঘটনাটি অনলাইনে ক্ষোভের জন্ম দিয়েছে।

তিনি লিখেছেন, “গতকাল সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে সিকিউরিটি চেকিং-এর সময় ছাড়পত্রের অফিসার আমাকে (একজন হুইলচেয়ার ব্যবহারকারী) একবার নয়, তিনবার উঠে দাঁড়াতে বলেছিলেন। তিনি ওই অফিসারকে বলেছিলেন যে তিনি প্রতিবন্ধী। তিনি দাঁড়াতে পারেন না। তা সত্ত্বেও তাকে আবার দাঁড়াতে বলা হয়। তিনি যখন বললেন যে তার পক্ষে সেটা সম্ভব নয়। তখন অফিসার তাকে বললেন, "শুধু ২ মিনিট দাঁড়ান।" সিং তাকে জানান যে তিনি জন্ম থেকেই প্রতিবন্ধী"।

থ্রেডটি মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে, হতবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। বিমানবন্দরের কর্মীদের আচরণকে "অসংবেদনশীল" বলে অভিহিত করেছে সকলে। একজন ব্যবহারকারী লিখেছেন, “বিমানবন্দরের কর্মীদের আচরণ অসংবেদনশীল, লজ্জাজনক এবং ঘৃণ্য।” অপর এক ব্যবহারকারী বলেছেন, “সত্যিই দুর্ভাগ্যজনক।

তার পোস্টে, সিং সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ), ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ) এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রককেও ট্যাগ করেছেন। এই ঘটনায় তিনি হতাশা প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেছিলেন যে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা নয় এবং অতীতের ভুল থেকে শিক্ষা না নেওয়ার জন্য কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের সমালোচনা করেন।

viral
Advertisment