New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/cats-88.jpg)
ভিডিওটি দেখেছেন এক কোটির বেশি ইউজার।
সাইকেল হোক বা বাইক, বা চারচাকা গাড়ি....প্রত্যেক গাড়িরই চলার জন্য চাকার প্রয়োজন। আপনি কি কখনও চাকাবিহীন সাইকেল দেখেছেন? আজকাল বিজ্ঞানের অগ্রগতির মাধ্যমে অনন্য ধারণা সামনে আসছে। এমনই এক অনন্য ধারণা দেখা গেছে একটি ভাইরাল ভিডিওতে। একটি একেবারে টায়ার বিহীন সাইকেল এখন সোশ্যাল মিডিয়ার সংবাদ শিরোনামে। এমন আজব সাইকেল দেখে ভিরমি খেয়েছেন সকলেই।
রিপোর্ট অনুসারে, সের্গেই গর্ডিয়েভ নামে এক ইঞ্জিনিয়ার এই সাইকেলটি বানিয়েছেন। তিনি এই সাইকেল তৈরির ভিডিও তার ইউটিউব চ্যানেলে পোস্ট করেছেন। সাইকেলের বিশেষত্ব হলো এই সাইকেলটিতে কোন চাকা নেই। কয়েকদিন আগে স্কোয়ার চাকার সাইকেল বানিয়ে বিখ্যাত হয়েছিলেন তিনি।
এই ভিডিওটি এক কোটির বেশি ভিউ পেয়েছে এবং অনেকে মন্তব্য করে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন বলেন, ‘এটা সবচেয়ে অকেজো জিনিস যা সময় নষ্ট করে বানানো হয়েছে’। এই সাইকেলে চড়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব নয়।