মানুষ হয়ে গেল গাড়ি! মুহূর্তেই ভোলবদলে চমকে উঠল তামাম বিশ্ব

পেছন থেকে আসা এক মহিলা এই দৃশ্য দেখে চমকে ওঠেন।

পেছন থেকে আসা এক মহিলা এই দৃশ্য দেখে চমকে ওঠেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Viral Video, transformer, Man Become Car, Guy turn into Car, Amazing Videos, Trending News, Viral News

মানুষ হয়ে গেল গাড়ি!

সোশ্যাল মিডিয়ার জগত অনন্য বিস্ময়ে ভরা। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই এমন কিছু ভিডিও ভাইরাল হয় যা দেখলে চমকে যেতেই হবে। অদ্ভুত এই ভিডিওগুলি আমাদের যেমন অবাক করে তেমনই সময় কাটানোর রশদও জোগায়। মাত্র কয়েকদিন আগে একটি গাড়ির ভিডিও ভাইরাল হয়েছে। যা রীতিমত তোলপাড় ফেলেছে সোশ্যাল মিডিয়ায়।  

Advertisment

মানুষ হয়ে গেল গাড়ি!

আজকাল একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ট্রেণ্ড করছে। এই ভিডিওতে এক ব্যক্তিকে গাড়ির যন্ত্রাংশ নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। এর পরে কিছুক্ষণের তিনি রাস্তায় বসে গাড়ির রূপ নেন। পাশ দিয়ে যাওয়া লোকজন এ দৃশ্য দেখে অবাক হয়ে যান। ভিডিওটিতে আপনি নিশ্চয়ই দেখছেন যে লোকটি গাড়ির আকার নেওয়ার সঙ্গে সঙ্গেই তার পেছন থেকে আসা এক মহিলা এই দৃশ্য দেখে চমকে ওঠেন।

এই ভাইরাল ভিডিওটি মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম X (আগের টুইটারে) @ThebestFigen নামের একটি পেজ থেকে শেয়ার করা হয়েছে।  ভিডিওটির ক্যাপশনে লেখা আছে 'কুল টয়'। খবর লেখা পর্যন্ত ভিডিওটি দেখা হয়েছে ৩ লাখ ৮৯ হাজারের বেশি।

Advertisment

viral