Advertisment

৩৫ হাজার ফুট উচ্চতায় চন্দ্রযান-৩-এর সাফল্য সেলিব্রেশনই এখন ইন্টারনেট সেনসেশন, দেখুন ভিডিও

স্বতঃস্ফূর্ত উল্লাস এবং করতালি….। উত্তেজনার সেই ভিডিও এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

author-image
IE Bangla Web Desk
New Update
indigo, chandrayaan 3, viral video, india, moon landing, moon mission, pilot, flight, x, twitter,

৩৫ হাজার ফুট উচ্চতায় চন্দ্রযান-৩-এর সাফল্য সেলিব্রেশনের মজাটা যেন একটু অন্যরকম। মাঝ-আকাশে যাত্রীদের উল্লাস ধরা পড়ল সোশ্যাল মিডিয়ায়। চন্দ্রযান-৩ মিশনের সঙ্গে সঙ্গে ইতিহাস গড়েছে ভারত। চাঁদের মাটিতে পা দিতেই রোমাঞ্চিত বিমান যাত্রীরা। স্পিকার সিস্টেমে পাইলটের কণ্ঠস্বরে ঘোষণা চন্দ্রযান ৩-এর সাফল্য, ঘোষণা মাত্রই কেবিন জুড়ে স্বতঃস্ফূর্ত উল্লাস এবং করতালি….। উত্তেজনার সেই ভিডিও এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisment

ইন্ডিগো ফ্লাইটে থাকা যাত্রীদের উত্তেজনার সেই ভিডিও ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ায়। চাঁদ ছোঁয়ায় মুহূর্তে ফ্লাইটের ভিতর উল্লাসের এই ভিডিও ইন্টারনেট সেনসেশনে পরিণত হয়েছে, যা বিশ্বব্যাপী সকলের মন জয় করেছে।

ভিডিওতে, দেখা যাচ্ছে পাইলট চন্দ্রযান ৩ এর সাফল্য ঘোষণা করতেই উল্লাসে মাতোয়ারা যাত্রীরা এবং ফ্লাইট অ্যাটেনডেন্টদের করতালি দিয়ে ইসরোকে শুভেচ্ছা জানাতে দেখা যায়। যা মাঝ আকাশে ৩৫০০০ ফুট উঁচুতে একটি আনন্দঘন পরিবেশ তৈরি করে।

viral Indigo
Advertisment