প্রবীণ শিল্পপতি রতন টাটাকে কে না চেনেন। দেশের অন্যতম প্রাচীন এবং বৃহত্তম ব্যবসা প্রতিষ্ঠান টাটা আজ যে উচ্চতায় পৌঁছেছে সেখানে নিয়ে রতন টাটার অবদান সকলেরই জানা। তিনি তার সরলতার জন্যও সুপরিচিত, সেইসঙ্গে তিনি আজ অনেক তরুণ উদ্যোক্তার অনুপ্রেরণা। তাই রতন টাটার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানার বিষয়েও মানুষের বিশাল কৌতূহল রয়েছে। এদিকে, তিনি সম্প্রতি একটি সাক্ষাত্কারে বলেছেন যখন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এক মহিলার প্রেমে পড়েছিলেন এবং বিয়ে করতে প্রায় নিশ্চিত…। তারপরও বিয়েটা হয়নি। টাটা আরও বলেছিলেন তিনি এরপর অন্য সম্পর্কে জড়ালেও স্ত্রী’র হিসাবে অন্য কাউকে মন থেকে মেনে নিতে পারেন নি।
'হিউম্যানস অফ বোম্বে'-কে দেওয়া এক সাক্ষাত্কারে তাঁর প্রেম সম্পর্কে তার নীরবতা ভাংলেন রতন টাটা। তিনি বলেন, বিয়ে প্রায় ঠিক হয়ে যায়... কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। দিদার অসুস্থতার কারণে দেশে ফিরতে হয় টাটাকে। শিল্পপতি বলেন, ১৯৬২ সালে চিন-ভারত যুদ্ধ শুরু হওয়ার পরে সম্পর্ক ভেঙে যায়, কারণ তার প্রেমিকাকে বাবা-মা সেই অশান্তির আবহে ভারতে আসতে দেন নি। কালের নিয়মে দীর্ঘ দুরত্বের কারণে একে অন্যের থেকে ক্রমশই দূরে সরে যেতে থাকি।
টাটা বলেন, এর পরে আরও কিছু সম্পর্কে জড়িয়েছে। কিন্তু আমি এমন কাউকে পাইনি যাকে আমি স্ত্রী বলে ডাকতে পারি। এরপর আমার জীবন নিজেই একটা সংগ্রামে পরিণত হয়েছিল। আমি ক্রমাগত ব্যবসার কাজে ব্যস্ত হয়ে পড়ি। আমার নিজের নিজেকে দেওয়ার মত দেওয়ার সময়েরও বড়ই অভাব ছিল। কিন্তু আজ যখন আমি পিছনে ফিরে তাকাই, আমি কোন কিছুতেই আফসোস করি না, এক সেকেন্ডের জন্যও না।