Advertisment

বর যখন নিজেই ফটোগ্রাফার, অন্যের তোলা ছবিতে যে মন ভরে না! দেখুন বাঙালি বিয়ের মিষ্টি প্রেমের ভিডিও

বর-কনের এই স্টাইল মানুষের মন জয় করছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Wedding News, bride groom video, groom clicking photo, photographer groom, trending news, dulha photography, groom capturing photo of bride, bride photo,"

বর যখন নিজেই ফটোগ্রাফার!

বর যখন নিজেই ফটোগ্রাফার! বিয়ের অনুষ্ঠানের মন ভাল করা ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বিয়ে মানেই হাল ফ্যাশানের পোশাক থেকে জুয়েলারি, সেই সঙ্গে একেবারে লেটেস্ট মেকআপ। আর এই সবকিছু পূর্ণতা পায় ফটোসেশনের মাধ্যমে। বিয়ের অনুষ্ঠানের ছবি, ভিডিওতেই এসেছে আধুনিকতার ছোঁয়া। যেখানে বর নিজে ফটোগ্রাফার সেখানে ভাড়া করা ক্যামেরাম্যানের তোলা ছবি কী মনপসন্দ হবে? হবে না যে সেটাই খুব স্বাভাবিক। এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Advertisment

বিয়ের ছবি ক্লিক করতে আসা ক্যামেরাম্যান কনের ভাল ছবিও তুলতে পারেননি এর পর বর নিজেই একের পর এক কনের ছবি তুলতে থাকেন। বর যখন ছবি তোলা শুরু করে, তখন কনেও বিভিন্ন পোজ দিয়ে ছবি তুলতে শুরু করে। বর-কনের এমন মিষ্টি মধুর প্রেমে আহ্লাদে আটখানা নেটপাড়ার মানুষজন।

বর-কনের এই ভিডিও ইন্টারনেটে বেশ ভাইরাল হয়েছে। আসলে, যে ক্যামেরাম্যানকে বিয়ের ছবি তোলার জন্য বর ভাড়া করেছিল। তিনি পাত্রীর ভাল ছবি তুলতে পারছিলেন না। এতে কনে খুব রেগে যায়। এর পরে, বর ক্যামেরাম্যানকে সরিয়ে দেয় এবং নিজেই কনের ছবি তুলতে শুরু করে। বর যখন ছবি তোলা শুরু করেন, তখন কনেও বিভিন্ন পোজ দিয়ে ছবি তুলতে শুরু করে। বর-কনের এই স্টাইল মানুষের মন জয় করছে। বরের আত্মীয়রা যখন কনেকে এমন করতে দেখে তারাও রীতিমত অবাক।

ফটোগ্রাফারের তোলা ছবি পছন্দ হচ্ছিল না কনের। এরপর কনের ছবি তোলার দায়িত্ব বর নিজেই নিজের হাতে তুলে নেন। ভিডিওতে বরের বেশে রয়েছেন অয়ন সেন। আসলে তিনি নিজেও একজন ওয়েডিং ফটোগ্রাফার। ভিডিওটির ক্যাপশনে লেখা, 'যখন আপনি একজন ফটোগ্রাফারকে বিয়ে করেন! তখন ছবি তোলার ইচ্ছা বহুগুণে বেড়ে যায়’।

Viral Video weeding viral video Trending News
Advertisment