স্বামীর মৃত্যুতে মাথায় আকাশ ভেঙে পড়ে তরুণীর। কী করে চলবে সংসার তা ভেবেই কার্যত দিশাহীন হয়ে পড়েছিলেন তিনি। অগত্যা সমাজের বাঁকা নজরকে এড়িয়ে নিজেই ই-রিকশা চালিয়ে নেমে পড়লেন রাস্তায়। তরুণীর এই সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা।
আনন্দ মাহিন্দ্রার শেয়ার করা টুইটে দেখা যায়, ই-রিকশায় বসে আছেন এক মহিলা। তার নাম পরমজিৎ কৌর। সম্প্রতি তার স্বামী মারা গেছেন। এমন অবস্থায় সংসারের দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। তিনি একটি ই-রিকশা নিয়ে তা চালাতে শুরু করেন।
কখনও কখনও জীবন আমাদের এমন এক বিপর্যয় নেমে আসে, যা আমাদের একেবারে হতাশ করে দেয়। কিছু কিছু মানুষ সেই পরিস্থিতির সঙ্গে লড়াই করে জীবন যুদ্ধে এগিয়ে যাণ। আবার কিছু মানুষ পরিস্থিতির সঙ্গে আপস করেন। সম্প্রতি, দেশের বিখ্যাত শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে একটি পোস্ট শেয়ার করেছেন। এই পোস্টে তিনি এক মহিলার গল্প বলেছেন। আসলে মহিলার স্বামী মারা গেছেন কিছুদিন আগেই। এমন পরিস্থিতিতে তিনি নিজে একটি ই-রিকশা চালানোর কাজ শুরু করেন। তার থেকে যে আয় হয় তা দিয়েই সংসার চালান ওই মহিলা। সোশ্যাল মিডিয়ায় মানুষজন তরুণীর সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন।
টুইটে দেখা যায়, ই-রিকশায় বসে আছেন এক মহিলা। তার নাম পরমজিৎ কৌর। সম্প্রতি তার স্বামী মারা গেছেন। এমন পরিস্থিতিতে পুরো সংসারের দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। তিনি একটি ই-রিকশা নিয়ে তা চালাতে শুরু করেন। পরমজিৎ কৌর পাঞ্জাবের বাসিন্দা।
ভাইরাল হওয়া এই টুইটটি বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ। এই গল্প আমাদের পরিস্থিতি সঙ্গে লড়াই করতে শেখায়। পরমজিতের কাহিনি জেনে দুঃখ প্রকাশ করেছেন আনন্দ মাহিন্দ্রাও। খবর লেখা পর্যন্ত হাজার হাজার মানুষ এই পোস্টে লাইক দিয়েছেন। একই সঙ্গে এই ছবি নিয়ে অনেকের মন্তব্যও সামনে এসেছে। একজন ব্যবহারকারী মন্তব্য করতে গিয়ে লিখেছেন ‘সমাজে সকলের জন্য এই কাহিনী অনুপ্রেরণার’।