'প্রমাণ দাও', ক্রিস হেমসওয়ার্থের মুখে বাংলা সংলাপ শুনে হৈ চৈ সোশাল মিডিয়ায়

বাংলাদেশের মাটিতে ক্রিস হেমসওয়ার্থের মুখে বাংলা শুনে হৈ চৈ পরেছে সোশাল মিডিয়ায়।

বাংলাদেশের মাটিতে ক্রিস হেমসওয়ার্থের মুখে বাংলা শুনে হৈ চৈ পরেছে সোশাল মিডিয়ায়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

লকডাউনের মাঝে বাঙালিদের চমক আনল নেটফ্লিক্স। স্পষ্ট বাংলাতেই থর অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ বললেছন প্রমাণ দাও, একবার নয় চার বার। যা শুনে বাঙালিদের মন ছুঁয়ে গিয়েছে। বাংলাদেশের মাটিতে ক্রিস হেমসওয়ার্থের মুখে বাংলা শুনে হৈ চৈ পরেছে সোশাল মিডিয়ায়।

Advertisment

নেটফ্লিক্সের ‘এক্সট্রাকশন’ এরই মধ্যে তুলেছে আলোচনা-সমালোচনার ঝড়। ক্রিস হেমসওয়ার্থ মূলত থর চরিত্রেই জনপ্রিয়। ‘ক্যাপ্টেন অ্যামেরিকা : সিভিল ওয়ার’ এবং ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’-এর মতো ছবিতে মন কেড়েছে দর্শকদের। ‘তুমি তো পোলাপান’, ‘ঢাকা বন্ধ করে দাও’ ইত্যাদি বাংলা সংলাপ ব্যবহার করা হয়েছে ‘এক্সট্রাকশন’ ছবিতে। এ ছাড়া ‘প্রমাণ দাও’ সংলাপটি নিয়ে এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়েছে।

Advertisment

Read the full story in English

coronavirus corona