New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/cats-24.jpg)
ভয়ঙ্কর ভিডিও দেখে শিউরে উঠতে বাধ্য।
অনেকেই আছেন যারা জঙ্গল সাফারি দারুণ উপভোগ করেন। জঙ্গল সাফারির অনেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরালও হয়েছে। সেই সব ভিডিওতে জঙ্গল সাফারির সময় অনেকখেত্রেও পর্যটকদের জংলি জানোয়ারদের আক্রমণের মুখে পড়তে দেখা গিয়েছে। সম্প্রতি এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা দেখে হাড় হিম হয়ে যেতে বাধ্য। জঙ্গল সাফারির মাঝেই পর্যটক বোঝাই গাড়িকে চারিদিক থেকে টার্গেট করল বাঘের দল। একসঙ্গে বাঘের হামলায় দুলতে শুরু করল পর্যটক বোঝাই গাড়িটি। ভয়ঙ্কর ভিডিও দেখে শিউরে উঠতে বাধ্য।
ভিডিওটি @Bellaasays2 অ্যাকাউন্ট থেকে টুইটারে শেয়ার করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে যে জঙ্গল সাফারিতে যাওয়া পর্যটক বোঝাই একটি বাস এমন এক জায়গায় পৌঁছায় যেখানে অনেক বাঘ বসে আছে আগে থেকেই। বাসটিকে কাছে আসতে দেখে বাঘেরা সতর্ক হয়ে সেদিকে চলে যায়। মুহুর্তেই বাসের ওপর ঝাঁপিয়ে পড়ে বাঘের দল। দুলতে থাকে বাসটি। তবে ভিতরে বসা মানুষজন যে এই হামলায় খুব একটা ভয় পেয়েছেন এমনটা নয়। বাঘগুলি প্রশিক্ষিত এবং তারা আক্রমণ করবে না এমনই ধারণা ছিল পর্যটকদের।
Scary or crazy? 🐅 pic.twitter.com/5RMCsw7Y3Q
— ♤ (@Bellaasays2) June 1, 2023
ভিডিওটি শেয়ার হয়েছে কয়েক ঘণ্টা আগে। এখন পর্যন্ত দেখা হয়েছে ৩৫ হাজার বার। দেঢ়াজারের বেশি লাইকের সঙ্গে অজস্র কমেন্টে ভরে উঠেছে ভিডিওটি। ভিডিওটি দেখে এক ব্যবহারকারী লিখেছেন, এটাই আসল অ্যাডভেঞ্চার। দুর্বল হৃদয়ের জন্য এখানে কোন স্থান নেই। অপর এক ইউজার মন্তব্য করেছেন। আপনি কানাডার অনেক জায়গায় এই ধরনের অ্যাডভেঞ্চার উপভোগ করতে পারেন। আফ্রিকার অনেক দেশে টাইগার সাফারি সমানভাবে উত্তেজনাপূর্ণ। এশিয়ার কিছু দেশেও আপনি এটি উপভোগ করতে পারেন। এমন সাফারিতে বিশেষজ্ঞদের দলও আপনার সঙ্গে থাকেন।