Advertisment

'আমরা যখন ঘুমোই, করোনাভাইরাসও ঘুমোয়', হাসির খোরাক পাক নেতা

"আমরা যত বেশি ঘুমোই, ভাইরাস তত বেশি ঘুমোয়। করোনা আমাদের ক্ষতি করবে না। আমরা যখন ঘুমিয়ে থাকি, ভাইরাসও ঘুমিয়ে পড়ে, আমরা যখন মরে যাই, তখন এটি মারা যায়।"

author-image
IE Bangla Web Desk
New Update
দিনের সেরা ভাইরাল খবর: ওবামার প্রশংসা করে ট্রাম্পের জন্মদিন পালন

সোশ্যাল মিডিয়ায় মিম ও রসিকতার বিষয়বস্তু হয়ে উঠেছেন জনৈক পাকিস্তানি রাজনীতিবিদ। এক সভায় তিনি বলেছেন, কোভিড-১৯ এর সঙ্গে লড়াই করার জন্য সকলের ঘুমোনো উচিত।

Advertisment

এই উপদেশমূলক ভিডিওটি ফজল-উর-রহমানের, যিনি জামিয়াত-উলেমা-এ-ইসলাম এর বর্তমান সভাপতি পদে অধিষ্ঠিত। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, "আমরা যখন ঘুমোই, তখন ভাইরাসও ঘুমোয়।" যা শুনে হেসে লুটোপুটি নেটদুনিয়া।

"আমরা যত বেশি ঘুমোই, ভাইরাস তত বেশি ঘুমোয়। করোনা আমাদের ক্ষতি করবে না। আমরা যখন ঘুমিয়ে থাকি, ভাইরাসও ঘুমিয়ে পড়ে, আমরা যখন মরে যাই, তখন এটি মারা যায়," সংগঠনের জাতীয় সম্মেলনে পাকিস্তানের সংসদের এই প্রাক্তন সদস্যের এহেন মন্তব্যে বাকরুদ্ধ সোশ্যাল মিডিয়া। তিনি আরও দাবি করেছেন যে ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য চিকিৎসকরা এই পদ্ধতির পরামর্শ দিয়েছেন।

Read the full story in English

viral news viral
Advertisment