New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/cats-52.jpg)
বরফে অবাধ বিচরণ দুটি কুকুরের, তৃতীয়টি কোথায়?
হয়ত এমনও হতে পারে তৃতীয় কুকুরটি আপনার চোখের সামনেই থাকতে পারে।
বরফে অবাধ বিচরণ দুটি কুকুরের, তৃতীয়টি কোথায়?
অপটিক্যাল ইলিউশনের ছবি দেখে যে কেউই বিভ্রান্ত হতে পারেন। এই ধরনের অপটিক্যাল ইলিউশনের মধ্যে বস্তুগুলোকে কৌশলে লুকিয়ে রাখা হয়, যাতে চোখের সামনে থাকলেও সেগুলো সহজে দেখা যায় না। এ কারণেই এমন ছলচাতুরী ছবিগুলো চ্যালেঞ্জিং। এগুলো সমাধানের জন্য একজনকে তার চোখ ও মাথাকে একসঙ্গে কাজে লাগেতে হবে। কারণ এ ধরনের ছবিতে যা দেখা যায়, বাস্তব তার থেকে একেবারেই ভিন্ন। প্রতিদিনের মতো আজও এক অপটিক্যাল ইলিউশন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ছবি দেখে আপনিও বিভ্রান্ত হতে পারেন।
উপরের ছবিতে আপনাকে বরফের আড়ালে লুকিয়ে থাকা তৃতীয় কুকুরটিকে খুঁজে বের করতে হবে। আপনাকে একটু মনোযোগ দিয়ে কুকুরটিকে খুঁজে বের করতে হবে। এখন দেখার বিষয় আপনি এই চ্যালেঞ্জটি সম্পন্ন করতে পারলেন কিনা। চেষ্টা করুন, কে জানে আপনার ‘তীক্ষ্ণ চোখ’ হয়তো সহজেই কুকুরটিকে খুঁজে পেতে পারে।
ভাইরাল হওয়া অপটিক্যাল ইলিউশন ছবিতে আপনাকে তিনটি কুকুর খুঁজে বের করতে হবে। মনে হচ্ছে যেন শীতের মৌসুম, কারণ সব জায়গায় শুধুই বরফ আর বরফ। এর ঠিক মাঝেই দুটি কুকুরকে বিচরণ করতে দেখা যাচ্ছে। তবে এই ছবিতে রয়েছে তৃতীয় একটি কুকুরও। ব্যবহারকারীদের জন্য চ্যালেঞ্জ হল ২০ সেকেন্ডের মধ্যে তৃতীয় কুকুরটিকে খুঁজে বের করা।
ছবিটি ভাল করে দেখুন, হয়ত এমনও হতে পারে তৃতীয় কুকুরটি আপনার চোখের সামনেই থাকতে পারে। যারা এখনও পর্যন্ত কুকুর টিকে খুঁজে পেয়েছে তাদের দৃষ্টি শক্তিকে কুর্নিশ। যারা পান নি তারা চেষ্টা চালিয়ে যান।