scorecardresearch

বাংলা ভাষাতেই চলছে অবাধ দোকানদারি, বিদেশি তরুণের কাণ্ডে শোরগোল নেটপাড়ায়

ভাইরাল এই ভিডিও দেখে একেবারে তাজ্জব নেটপাড়া।

viral,trending
ভাইরাল এই ভিডিও দেখে একেবারে তাজ্জব নেটপাড়া।

বিদেশের বাজারে ধরুন আপনি গিয়ে বাজারের ব্যাগ হাতে দাঁড়িয়ে শুনতে পেলেন শশা ৫০ টাকা, গোটা তরমুজ ৭০ টাকা, পেয়ারা ৮০ টাকা! কী ভাবছেন এমন আবার হয় নাকি? হ্যাঁ এমনই এক ভিডিও আলোড়ণ ফেলেছে নেটপাড়ায়। বিদেশের মাটিতে এক বিদেশি তরুণকে অবিকল বাংলাতে ফল বিক্রি করতে দেখা যাচ্ছে। ভাইরাল এই ভিডিও দেখে একেবারে তাজ্জব নেটপাড়া।

ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে বিদেশের রাস্তায় একেবারে নিজের দোকান সাজিয়ে বসে বাঙালি স্টাইলে ফল বিক্রি করছেন এক মার্কিন তরুণ। ভিডিও দেখে মনে হবে আপনি মানিকতলা বাজার অথবা নিউমার্কেটের কোন দোকানে রয়েছেন। ভিডিওতে দেখা যাচ্ছে ওই দোকানী বাংলা ভাষাতেই ফল বিক্রি করছেন আর তা কিনতে দোকানে ক্রেতাদের ভিড় উপচে পড়ছে। বিদেশ-বিভুয়ে এভাবে নিজের প্রাণের ভাষা বাংলা ভাষা শুনে রীতিমত আপ্লূত বাঙালিরা।

অন্য এক ভিডিওতে এক আরেক বিদেশি তরুণকে অবিকল বাংলা ভাষাতে ফুচকা এবং পানের অর্ডার দিতে দেখা যাচ্ছে। পাশে থেকে এক বাঙালি ব্যক্তির সঙ্গে তিনি তার পছন্দের বিষয়ে একেবারে শুদ্ধ বাংলায় কথা বলছেন। ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘কুইন্সের বাঙালি পাড়ায় অনেক বাঙালি আছেন যারা বাংলা ভাষায় কথা বলে। আমি বাংলা শিখছি। আমার নাম জ্যাকসন হাইটস। আমি ফুচকা খেতে ভালবাসি, সেখানে গিয়ে আমি ফুচকা এবং কিছু স্ট্রিট ফুড অর্ডার দিয়ে গোটা চত্ত্বর একটু ঘুরে দেখলাম। কথা বললাম স্থানীয় একজনের সঙ্গে। প্রথমবারের মতো মিষ্টি পান ট্রাই করেছি, বাঙালি মিষ্টি দারুণ পছন্দ করেন। দুর্দান্ত এক সময় কাটাচ্ছি’।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: White boy selling fruit in bengali