scorecardresearch

বজ্রের গতিতে ছুটে চলেছে বিরল সাদা কেউটে, মুহুর্তেই ভাইরাল ভিডিও

সাদা কেউটে সবাইকে চমকে দিয়েছে।

Viral Video of Cobra, Trending Video of Cobra, Twitter Viral Video of Cobra, Amazing Video of Cobra, Shocking Video of Cobra, Hatke Khabar, Khabren Zara Hatke, latest tending Video of Cobra, trending Video of Cobra on twitter, trending Video of Cobra on facebook, trending Video of Cobra on instagram, trending Video of Cobra on youtube,

বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সাপের তালিকায় কেউটে সাপও রয়েছে। বিপদ টের পেয়ে, চোখের পলকে,  বজ্রের গতিতে যে কোনও প্রাণী বা ব্যক্তিকে কামড় দিতে পারে এই বিষধর প্রজাতির সাপ। বিষের মাত্র এক ফোঁটাই জীবন শেষের জন্য যথেষ্ট। দেশের কিছু এলাকায় অনেক প্রজাতির কেউটে সাপ দেখতে পাওয়া যায়। বর্তমানে একটি সাদা রঙের কেউটে সাপের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেছে।

সাধারণত কালো বা বাদামী রঙের কেউটে সাপ বেশি দেখা যায়। সাদা রঙের কেউটে সাপ অনেকেই দেখেন নি। তাই সাদা কেউটের ভিডিও সবাইকে অবাক করে দিচ্ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সাদা রঙের এই কেউটেটি তামিলনাড়ুর এক আবাসিক এলাকায় দেখা গেছে। তা দেখেই স্থানীয় লোকজনের মধ্যে শুরু হয় তীব্র আতঙ্ক। পরে উদ্ধারকারী দলকে ডাকা হয়। উদ্ধারকারী দলের এক সদস্য সাদা রঙের কেউটে সাপটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেন। যার একটি ভিডিও ক্রমশ ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

রিপোর্ট অনুসারে জানা গিয়েছে তামিলনাড়ুর আবাসিক এলাকায় এই সাদা কেউটেকে ঘিরে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। খবর দেওয়া হয় ওয়াইল্ডলাইফ অ্যান্ড নেচার কনজারভেশন ট্রাস্টকে। এরপর সাপটিকে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। ভাইরাল হওয়া ভিডিওতে একটি সাদা রঙের কেউটে সাপকে ব্যাগ থেকে বেরিয়ে জঙ্গলের দিকে যেতে দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটি @KamadenuTamil নামের একটি অ্যাকাউন্ট থেকে টুইটারে শেয়ার করা হয়েছে। সাদা কেউটে সবাইকে চমকে দিয়েছে।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: White colored cobra rescued in residential area of tamil nadu