Advertisment

From Waiter To IAS Officer: ৬ বার ব্যর্থ হলেও হাল ছাড়েননি! দারিদ্র্যের হার না মানা লড়াইয়ে চূড়ান্ত সফল!

দারিদ্র্যের সঙ্গে চরম লড়াইয়ে অবশেষে লক্ষ্যভেদ। টানা ৬ বার ব্যর্থ হয়েছেন তিনি। কিন্তু হাল ছাড়েন নি। সপ্তম বারের চেষ্টায় আইএএস হয়ে নজির গড়েন জয়গণেশ।

author-image
IE Bangla Web Desk
New Update
education, UPSC​, Success Story, UPSC 156 rank holder K. Jaiganesh, IAS Officer K.jaiganesh, IAS Struggles, IAS Success Story, IAS Struggle Story, Educational News, ​IAS Success Story, UPSC Success Story, IAS Mamta K.jaiganesh Success Story,

দারিদ্র্যের সঙ্গে চরম লড়াইয়ে অবশেষে লক্ষ্যভেদ। টানা ৬ বার ব্যর্থ হয়েছেন তিনি। কিন্তু হাল ছাড়েন নি। সপ্তম বারের চেষ্টায় আইএএস হয়ে নজির গড়েন জয়গণেশ।

৬ বার ব্যর্থ হলেও হাল ছাড়েননি! দারিদ্র্যের সঙ্গে লড়াইয়ে সঙ্গী অদম্য জেদ। UPSC পরীক্ষায় উত্তীর্ণ হয়ে IAS কে জয়গণেশের গল্প আজ লাখো মানুষের কাছে এক অনুপ্রেরণা।

Advertisment

দারিদ্র্যের সঙ্গে চরম লড়াইয়ে অবশেষে লক্ষ্যভেদ। টানা ৬ বার ব্যর্থ হয়েছেন তিনি। কিন্তু হাল ছাড়েন নি। সপ্তম বারের চেষ্টায় আইএএস হয়ে নজির গড়েন জয়গণেশ।

আজ দেশের প্রতিটি কোণায় লক্ষ লক্ষ যুবক UPSC-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন। কারুর কাছে রয়েছে সব ধরনের সুযোগ-সুবিধা। আবার কেউ দারিদ্র্য ও সংগ্রামের মাধ্যমে আইএএস হওয়ার স্বপ্নের দৌড়ে এগিয়ে চলেছেন। তাঁদের স্থির বিশ্বাস একদিন না একদিন তাদের সাফল্য আসবেই।

আজ এমনই একটি সাফল্যের কাহিনী সকলকে চমকে দেবে। ছোট থেকে দরিদ্র পরিবারে বড় হয়ে উঠা। জয়গনেশ ইউপিএসসি পরীক্ষায় ৬ বার ব্যার্থ হয়েছে। তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তিনি ছিনিয়ে নেন আইবি চাকরির। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখান করে লক্ষ্যে অবিচল ছিলেন তিনি। সপ্তম চেষ্টায় ১৫৬ র‍্যাঙ্ক করে আইএএস হয়ে সকলকে চমকে দেন তিনি। শোনা যায় আর্থিক সংকটের কারণে একবার তিনি হোটেলে ওয়েটারের কাজও করেছিলেন।

তামিলনাড়ুর ভেলোরে জন্ম আইএএস কে জয়গনেশের। পরিবারের অবস্থা ভাল না থাকায় ছোট থেকে অভাব ছিল নিত্য সঙ্গী। বাবা কারখানায় সামান্য কাজ করতেন। জয়গণেশন পরিবারের এই পরিস্থিতি সম্পর্কে ভালভাবেই অবগত ছিলেন।

দশম শ্রেণির শেষ করে চাকরি পাওয়ার স্বপ্ন নিয়ে একটি পলিটেকনিক কলেজে ভর্তি হন। পরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পাশ করে ২৫০০ টাকার সামান্য বেতনের একটি চাকরিও জোটান তিনি। কিন্তু এই সামান্য বেতনে পরিবারের মুখে যে হাসি ফোটানো সম্ভব নয় তা তিনি ভাল করেই জানতেন। এরপরই তিনি চাকরি ছেড়ে দিয়ে UPSC-এর প্রস্তুতি শুরু করেন।

প্রতিবার ব্যর্থতা থেকে শিক্ষা নিতেন তিনি। সাহস না হারিয়ে পড়াশোনাটা চালিয়ে যান। এদিকে আর্থিক সমস্যা ও পরিবারের ভরণ পোষণের জন্য ছোট ছোট চাকরিও করতেন। পড়াশোনার জন্য সময় বের করে ইন্টেলিজেন্স ব্যুরো (IB) পরীক্ষার জন্য সফল হিসাবে নির্বাচিত হন।

ইন্টেলিজেন্স ব্যুরোতে (আইবি) কাজ করার পরিবর্তে ইউপিএসসিকে জীবনের লক্ষ্য হিসাবে বেছে নেন তিনি। অবশেষে সপ্তমবারের চেষ্টায় তিনি UPSC পরীক্ষায় উত্তীর্ণ হন এবং ১৫৬ তম স্থান অর্জন করেন।

ধৈর্যের অভাবের কারণে, আজকের যুবকরা যারা UPSC পরীক্ষা বা জীবনের অন্যান্য পরীক্ষাগুলি প্রথম বা দ্বিতীয় বার ব্যার্থ হয়েই হাল ছেড়ে দেন তাদের কাছে আজ আইএএস অফিসার কে জয়গণেশ উদাহরণ হিসেবে আবির্ভূত হয়েছেন।

IAS viral
Advertisment