মায়ের মৃত্যুর পর ২৪ বছরের থালার রহস্যফাঁস, ছেলের পোস্টে আবেগে ভাসল নেটিজেনরা

আবেগে ভাসল নেটিজেনরা

আবেগে ভাসল নেটিজেনরা

author-image
IE Bangla Web Desk
New Update
viral mom story, trending viral news, today viral news, mother son love, mother love images, mother love, mom plate story, maa ka pyar, ma ka prem bete ke liye, love for son, trending News, trending News

মা তো মা’ই...!তাঁর ভালোবাসা অমূল্য। তিনি তার সন্তানদের ভালরাখতে সারাটা জীবন প্রাণপাত করে। মা-ছেলের এক মিষ্টি কাহিনী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা শোনার পর আপনি নিজের চোখের জল ধরে রাখতে পারবেন না। গত ২৪ বছর একটানা একই থালায় খাবার খেতেন মা। বাড়িতে অথিতি এলে সকলের জন্য দামি প্লেটে খাবার সার্ভ করা হলেও মা ওই একই প্লেটে খাবার খেতেন। মায়ের মৃত্যুর পর সেই থালার রহস্য জানতে পারল একমাত্র ছেলে।

Advertisment

মায়ের স্নেহের পরশ জীবনের সবচেয়ে মূল্যবান। কথায় বলে মা ছাড়া জগত অন্ধকার। দিন কয়েক আগেই মৃত্যু হয়েছে মায়ের। তারপর হঠাৎ করেই ছেলে জানতে পারলেন মায়ের সেই ২৪ বছর বুকে আগলে রাখা থালার রহস্য। পিছনের রহস্য জেনে চোখ ভিজে উঠলো ছেলের। গল্পটি  সকলের সামনে তিনি তুলে ধরেছেন।

ছবিটি ১৯ জানুয়ারি টুইটারে পোস্টের মাধ্যমে শেয়ার করেন বিক্রম। শেয়ার করে তিনি বলেন, এটা সেই থালা যে থালায় আমার মা ২৪ টা বছর ভাত খেতেন। আমাই আমার মাকে গত বছরে ২৯ শে ডিসেম্বর হারাই। মা চলে যাওয়ার পর এই থালার রহস্য জানতে পেরে আমার দু’চোখ ভারী হয়ে আসে।

Advertisment
publive-image
মায়ের মৃত্যুর পর ২৪ বছরের থালার রহস্যফাঁস

তিনি লিখেছেন এটা সেই থালা যেটা আমি ক্লাস সেভেনে পড়ার সময় এটা ১৯৯৯ পুরস্কার হিসাবে জিতেছিলাম। গত ২৪ বছরে, আমার মা আমার এই প্লেটে খাবার খেতেন। গত বছরের ২৯ ডিসেম্বর তার মা মারা গেছেন। আপনাদের জানিয়ে রাখি, ওই ব্যক্তির টুইট ইন্টারনেটে ভাইরাল হয়েছে, সকল মা’হারা সন্তানদের হৃদয়কে ছুঁয়ে গেছে এই ভিডিও। এখন পর্যন্ত প্রায় ১৫ হাজার লাইক এবং এক হাজারেরও বেশি রিটুইট হয়েছে এই পোস্টটি। এই গল্পটি সকলকেই আবেগপ্রবণ করে তুলেছে।

viral