New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/11/ratan-tata1.jpg)
দীপাবলিতে রতন টাটা তাঁর একটি গোয়া নামের কুকুরের সঙ্গে উৎসবে সময় কাটানোর একটি ছবি পোস্ট করেছিলেন।
টাটার গ্রুপের চেয়ারম্যান এমেরিটাস রতন টাটা প্রায়শই প্রাণী, বিশেষত রাস্তার কুকুরের প্রতি তার ভালবাসার পোস্ট করে অনুরোগীদের সঙ্গে শেয়ার করেন। দীপাবলিতে রতন টাটা তাঁর একটি গোয়া নামের কুকুরের সঙ্গে উৎসবে সময় কাটানোর একটি ছবি পোস্ট করেছিলেন।
ইনস্টাগ্রামে তিনি লেখেন, বোম্বাই হাউস থেকে দত্তক নেওয়া আমার অফিসের সহযোগী 'গোয়া'র সঙ্গে কয়েকটি হৃদয়গ্রাহী মুহুর্ত শেয়ার করে নিচ্ছি। মুম্বাইয়ের টাটা গ্রুপের গ্লোবাল হেডকোয়াটার্সে রাস্তার কুকুরসের জন্য একটি ঘরও বানানো হয়েছে। আর এই 'গোয়া' টাটার বিশেষ পছন্দের।
কুকুরটির নাম কেন ‘গোয়া’ রাখা হয়েছে তা নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন। ৩০ লক্ষেরও বেশি ফলোয়ার্স রয়েছে রতন টাটার। এই পোস্টটি শেয়ার হতে বেশি সময়ও লাগেনি। প্রশ্নের জবাবে টাটা জানান, "গোয়া থেকে আমার এক সহকর্মীর গাড়ি করে বম্বে হাউসে আসে এই কুকুরটি। সেই থেকেই এর নাম গোয়া।"
Read the story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন