New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/05/beaten.jpg)
ভিডিওটি দেখার পর অনেক সোশ্যাল মিডিয়া ইউজার তাদের অভিজ্ঞতার কথাও জানিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে একটি ভিডিও। যেখানে স্ত্রীকে তার স্বামী অফিস থেকে ফেরার সঙ্গে সঙ্গেই তাকে সাথে সাথে তাকে লাথি ও ঘুষি মারতে শুরু করেন। এই ভিডিও দেখে বিপুল সংখ্যক মানুষ সোশ্যাল মিডিয়ায় তাদের মতামত জানিয়েছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি অফিস থেকে ফিরে এসে হেলমেট খুলে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে তার স্ত্রী ছুটে এসে তাকে আক্রমণ করে। বেচারা স্বামী মুখ বুজে স্ত্রীর কাছে মার খাচ্ছেন। অন্যদিকে, ভিডিওতে দেখা যাচ্ছে স্ত্রী নিজের স্বামীকে স্বামীকে প্রচণ্ডভাবে লাথি ও ঘুষি মারছেন। ভিডিওতে তাকে তার স্বামীকে গালিগালাজ করতেও দেখা যায়।
ভাইরাল হওয়া এই ভিডিওটি @crazyclipsonly নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে টুইটারে শেয়ার করা হয়েছে। এই ভিডিওটি খবর লেখার সময় পর্যন্ত ৫০ লক্ষের বেশি মানুষ দেখেছেন। একই সঙ্গে লাইক করেছেন ১৭ হাজার মানুষ। কিছু মিডিয়া রিপোর্ট অনুযায়ী, জানা গিয়েছে ওই ব্যক্তি ১৪ ঘন্টা শিফটে কাজ করার পরে অফিস থেকে বাড়ি ফিরেছিলেন এবং সকালে অফিসে যাওয়ার সময় বাড়ি থেকে আবর্জনা বাইরে ফেলতে ভুলে যাওয়ার কারণেই স্ত্রীর হাতে বেদম মার খেতে হয় স্বামীকে।
Wife beats husband immediately after he gets home pic.twitter.com/I32rzrKoQa
— Crazy Clips (@crazyclipsonly) May 6, 2023
ভিডিওটি দেখার পর অনেক সোশ্যাল মিডিয়া ইউজার তাদের অভিজ্ঞতার কথাও জানিয়েছেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন এবং বলেছেন যে আপনি যখন আপনার স্ত্রীকে জিজ্ঞাসা না করে দেরীতে শিফটের পরে বাড়ি ফিরে ফেরেন তখন এমন হওয়াটাই স্বাভাবিক। অন্য একজন ইউজার বলেন, আমিও এসবের মুখোমুখি হয়েছি কিন্তু আমি কিছু বলতে পারিনি কারণ এ বিষয়ে কথা বললে আমাকে অপমান করা হতো। অপর এক ব্যবহারকারী বলেছেন যে এই ধরণের মহিলার সঙ্গে সংসার করাটা খুবই সমস্যার।