ভালবাসার দিনে নিজের লিভারের একটা অংশ দান করে স্বামীর জীবন বাঁচালেন কেরলের এক মহিলা। আর এই ঘটনা তোলপাড় ফেলেছে সারা দেশে। জানা গিয়েছে বছর ৫৮’র সুবীশ গত কয়েক বছর ধরে লিভারের জটিল অসুখে ভুগছিলেন। অসুস্থতার শুরু থেকেই স্ত্রী প্রবিজা তাঁর পাশে থেকে তাঁকে সাহস যুগিয়েছেন।
ডাক্তার, বদ্যি কোন কিছু’ই বাদ দেননি তিনি। লক্ষ্য একটাই স্বামীকে বাঁচানো। কেরালার কোট্টায়মের মেডিকেল কলেজ হাসপাতালে স্বামীকে নিয়ে যান চিকিৎসার জন্য। সেখান থেকে জানানো হয়, লিভার ট্রান্সপ্যান্ট’ই একমাত্র পথ। কোন কিছু চিন্তা না করেই নিজের লিভারের একটি অংশ দিতে রাজী হয়ে যান স্ত্রী প্রবিজা। ১৪ই ফেব্রুয়ারি সফলভাবে লিভার প্রতিস্থাপন করা হয়েছে।
কোট্টায়মের মেডিকেল কলেজ হাসপাতালের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে প্রায় ১৭ ঘণ্টা ধরে চলে অস্ত্রোপচার। কেরালার সরকারি হাসপাতালের ইতিহাসে এটি দ্বিতীয় সফল লিভার ট্রান্সপ্লান্ট সার্জারি এবং কোট্টায়াম এমসিএইচে প্রথম। সোমবার সকাল ৬টায় শুরু হয় অস্ত্রোপচার। প্রায় ৪০ শতাংশ লিভারের অংশ বাদ দেওয়া হয়।
কোট্টায়মের মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক টি কে জয়কুমার জানান, “সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে অপারেশন, সেটি সফল হয়েছে। আপাতত রোগীকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। আরও ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখতে হবে, তবে আমরা আশাবাদী”। এদিকে স্বামীর কঠিন সময়ে নিজের লিভারের একটা অংশ দিতে একটুও ভয় লাগেনি? কেরালার কুন্নামকুলামের বাসিন্দা প্রবিজা জানান, যেদিন থেকে আমার স্বামী অসুস্থ, সেদিন থেকে আমার কাছে একটাই চ্যালেঞ্জ ছিল যেভাবেই হোক আমার স্বামীকে সুস্থ করতেই হবে। আজ আমি ভীষণ খুশি। আমি পেরেছি। ওর অস্ত্রোপচার সফল হয়েছে। ডাক্তাররা আশাবাদী, সেই সঙ্গে আমিও”।