কুমিরকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক শিকারী হিংস্র প্রাণী হিসাবে বিবেচনা করা হয়। সোশ্যাল মিডিয়ায় কুমিরের নানান ভয়ঙ্কর ভিডিও ভাইরাল হয়। তবে এখন যে ভিডিও ভাইরাল হয়েছে তা দেখে বিশ্বাসই করতে পারছেন না নেটিজেনরা। কেন? গর্ভবতী এক হরিণকে শিকার করেও হরিণটি গর্ভবতী বুঝতে পেরে কুমিরটি হরিণটিকে ছেড়ে দেয়। এমনই এক বিরল ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
কয়েক সেকেন্ডের ভিডিও দেখার পর জানা যায়, শিকারের সন্ধানে সেখানে ঘুরে বেড়াচ্ছে শিকারি কুমির। তারপর তার চোখ হরিণের উপর পড়ল এবং কুমিরটি তার শিকারের জন্য একটি ফাঁদ পেতে ছিল। কিছুক্ষণের মধ্যেই কুমিরটি হরিণের কাছাকাছি পৌঁছে তার চোয়ালে ধরে ফেলল। দানব কুমিরটি হরিণটিকে মারতে উদ্ধত হয়। এমন সময় কুমিরটি বুঝতে পারে হরিণটি গর্ভবতী। সঙ্গে সঙ্গে হরিণকে ছেড়ে দেয় কুমিরটি। ভিডিওটি টুইটারে ‘হাম লগ উই দ্য পিপল’ হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে।
জানা যায়, কুমির ও হরিণের এই আশ্চর্যজনক ভিডিও টুইটার ছাড়াও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে। লক্ষ লক্ষ ভিউয়ের সঙ্গে হাজার হাজার মন্তব্যে ভরে উঠেছে এই ভিডিও।