Advertisment

সাতসকালে লোকালয়ে খাবারের খোঁজে দাপিয়ে বেড়াচ্ছে ভাল্লুক, ভাইরাল ভিডিও

সকলের যৌথ প্রয়াসে ভাল্লুক গুলিকে জঙ্গলে ফেরত পাঠাতে সক্ষম হন গ্রামবাসীরা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সাতসকালে লোকালয়ে দাপিয়ে বেড়াচ্ছে বন্য ভাল্লুক

সাম্প্রতিককালে বারবার খবরের শিরোনামে উঠে এসেছে লোকালয়ে বাঘ ঢুকে পড়ার ঘটনা। এবার ওড়িশার একটি গ্রামে লোকালয়ের মধ্যে দুটি বন্য ভাল্লুক ঢুকে পড়ার ঘটনায় আতঙ্ক ছড়ায় স্থানীয় গ্রামবাসীদের মধ্যে। জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে নবরাংপুর জেলার উমরকোট ব্লকের বুর্জা গ্রামে। সেখানে হাত সকালেই একটি বাড়ির দুয়ারে একটি ভাল্লুককে তার সন্তানের সঙ্গে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় বাসিন্দারা। প্রথমে গ্রামে ভাল্লুক দেখেই তাঁরা ভয় পেয়ে যান। পরে সকলের যৌথ প্রয়াসে ভাল্লুক গুলিকে জঙ্গলে ফেরত পাঠাতে সক্ষম হন গ্রামবাসীরা।

Advertisment

এই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে একটি মা ভাল্লুকের সঙ্গে একটি ছোট্ট ভাল্লুক ছানা লোকালয়ে খাবারের সন্ধানে ঢুকে পড়েছে। এদিকে লোকালয়ে ভাল্লুকের দল ঢুকে পড়ায় আতঙ্ক ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ভিডিওতে দেখা যাচ্ছে ভাল্লুকদের দেখেই গ্রামের কুকুরগুলি প্রচন্ডগতিতে তাদের ধাওয়া করে। শেষে কয়েকজন গ্রামবাসী মশাল জ্বালিয়ে তাদের তাড়া করে জঙ্গলে ফেরত পাঠাতে সক্ষম হয়। যদিও কোন হতাহতের ঘটনা সামনে আসেনি। এদিকে বারবার বন্য প্রাণীদের এভাবে লোকালয়ে প্রবেশ নিয়ে উদ্বিগ্ন একাধিক পশুপ্রেমী সংগঠন। তাদের যুক্তি, বনের মধ্যে পর্যাপ্ত খাবারের অভাব থাকায় এভাবে বারবার বন্যপ্রাণীরা লোকালয়ে ঢুকে পড়ছে। অবিলম্বে বনবিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন তারা। 

Wild bear and its cub
Advertisment