New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/05/cats-228.jpg)
খবর লেখা পর্যন্ত তিন লাখের বেশি মানুষ এই ভিডিওটি দেখেছেন
শাবকের মৃত্যুর বদলা, চিতার ওপর ঝাঁপিয়ে পড়ল বন্য কুকুরের দল। হাড়হিম করা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে হুঁশ উড়েছে নেটিজেনদের। সাধারণ ভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বন্য প্রাণির নানান ভিডিও মানুষজনকে আকৃষ্ট করে। অনান্য নানান ভিডিও’র থেকে এই ওয়াইল্ড লাইফ ভিডিওগুলি দ্রুত ভাইরাল হয়।
এমনই এক বন্যপ্রাণীর ভিডিও সম্প্রতি সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে শাবকের মৃত্যুর বদলা নিতে একদল বন্যকুকুর চিতার ওপর ঝাঁপিয়ে পড়েছে। বন্য কুকুরদের অতর্কিত আক্রমণে একেবারে নাস্তানাবুদ অবস্থা চিতাবাঘটির। আসলে একটি কুকুরছানা পাশেই খেলছিল, মুহুর্তে তাকে শিকারে পরিণত করে চিতাটি। এরপরই সন্তানের মৃত্যুর বদলা নিতে চিতাবাঘের ওপর ঝাঁপিয়ে পড়ে বন্য কুকুরের দল। ই আকস্মিক আক্রমণে চিতাবাঘ ভয় পেয়ে পালিয়ে যায়।
রিপোর্ট অনুযায়ী, এই ভিডিওটি আফ্রিকার বতসোয়ানা প্রদেশের, যেটি রেকর্ড করা হয়েছে কোব ন্যাশনাল পার্কে। ভিডিওটি শেয়ার করেছে ইউটিউব চ্যানেল লেটেস্ট সাইটিংস। খবর লেখা পর্যন্ত তিন লাখের বেশি মানুষ এই ভিডিওটি দেখেছেন এবং মন্তব্য করে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন।