scorecardresearch

শহরে ঢুকে তাণ্ডব চালায় বুনো শূয়োর! দেখুন ভয়ঙ্কর সিসিটিভি ফুটেজ

শেষমেষ হাতের সামনে যা পায় তা দিয়েই মারতে থাকে বুনো শূয়োরটিকে। কিন্তু তাতে আরও খেপে যায় সে।

শহরে ঢুকে তাণ্ডব চালায় বুনো শূয়োর! দেখুন ভয়ঙ্কর সিসিটিভি ফুটেজ

বুনো শুয়োর ঢুকে পড়ে শহরে। রীতিমত তাণ্ডব চালায় সে। সম্প্রতি ‘ডেইলি মেইল’ একটি সিসিটিভি ফুটেজ শেয়ার করে সোশাল মিডিয়ায়। যেখানে দেখা যায়, পেট্রোল পাম্পে ঢুকে কর্মীদের গুঁতো মারে এবং তছনছ করতে থাকে। আছাড় খেয়ে পড়ে কর্মীরা। কিন্তু কোনো ভাবেই শূয়োরকে শান্ত করা যায় না। শেষমেষ হাতের সামনে যা পায় তা দিয়েই মারতে থাকেন বুনো শূয়োরটিকে। কিন্তু তাতে আরও খেপে যায় সে। এই ভিডিও ভাইরাল সোশাল মিডিয়ায়।

কী দেখা যাচ্ছে সিসিটিভি ফুটেজে?

উত্তর প্রদেশের সুলতানপুরে পেট্রোল পাম্পের পূর্বদিক দিয়ে গ্যাস স্টেশনটিতে প্রবেশ করে। স্টোরের সিসিটিভি ফুটেজ অনুযায়ী, সকাল ৮.৪৫ কর্মীদের এক সদস্যের উপর হঠাৎ আক্রমণ করে শূয়োরটি। এরপরই তাণ্ডব শুরু হয়। বারবার ফিরে ফিরে এসে অবিরাম গুঁতো মারতে থাকে সে।

আরও পড়ুন: মারাত্মক ঘটনা! ফনাধারী বিষধর সাপ খেয়ে নিয়েছে প্লাস্টিকের বোতল, তারপর…

পেট্রোল পাম্পে আক্রমণ করে তিনটি কর্মীকে আহত করে দেয়। এক কর্মী সদস্য শূয়োরের মাথায় আঘাত করতে থাকে। কিন্তু তাতেও লাভ হয়না।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Wild hog terrorised petrol station staff viral video