/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/05/cats-198.jpg)
শিকারের ঘাড় ধরে টেনে নিয়ে যাচ্ছে শিকারী বাঘ, জঙ্গল সাফারিতে চোখের সামনেই চরম দৃশ্য। এক মুহূর্ত সময় নষ্ট না করে বিরল সেই মুহূর্ত ফ্রেমবন্দী করলেন পর্যটকরা। আর তারপর সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল বাঘের হরিণ শিকারের সেরা ভিডিও।
ওয়াইল্ড লাইফ ভিডিও সোশ্যাল মিডিয়ায় হামেশাই ভাইরাল হয়। তার মধ্যে যেমন রয়েছে বাঘ সিংহের ভিডিও তেমনই রয়েছে ভয়ঙ্কর সাপ, কুমিরের ভিডিও। তবে সম্প্রতি যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তা দেখে শিউরে উঠতে বাধ্য। ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি বাঘটি শিকারের ঘাড় ধরে বনের এপ্রান্ত থেকে অন্যপ্রান্তে সেটিকে টেনে নিয়ে যাচ্ছে। ঠিক সেই সময় জঙ্গল সাফারি উপভোগ করা পর্যটকের গাড়িটি সামনে চলে আসে। এমন দৃশ্য চোখের সামনে দেখে গাড়িটি দূরে দাঁড়িয়ে থাকে। পর্যটকরা এমন বিরল দৃশ্য দারুণ ভাবে উপভোগ করেছেন।
Two frames from yesterday's cattle hunt. #ToeholdPhotoTravel#SonyAlphaIn#Bandhavgarhpic.twitter.com/5n2DLNyrIP
— Jayanth Sharma (@Jayanth_Sharma) May 22, 2023
ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার জয়ন্ত শর্মা এই আশ্চর্যজনক দৃশ্যটি তার ক্যামেরায় বন্দী করে সোশ্যাল মিডিয়ার সাহায্যে বিশ্বের মানুষের সঙ্গে তা শেয়ার করেছেন। যা দেখে সবাই তার ফটোগ্রাফির প্রশংসা করছেন। লক্ষ লক্ষ ভিউয়ের সঙ্গে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।