‘দুই দানবের’ হার না মানা লড়াই, সাক্ষী থাকলো সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ায় হামেশাই বন্যপ্রাণীদের নিয়ে নানান গা শিউরে ওঠার মত ভিডিও ভাইরাল হয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দুই দানব কুমিরের লড়াইয়ের ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে শিরদাঁড়া দিয়ে রক্তের ঠান্ডা স্রোত বইতে শুরু করবে।
ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট one.earthonelife-এ শেয়ার করা একটি ভিডিওতে দুটি কুমিরকে একে অপরের সঙ্গে লড়াই করতে দেখা গিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে একটি কুমির অন্য কুমিরের চোয়ালটিকে এমন ভাবে চেপে ধরেছিল তার থেকে কিছুতেই নিজেকে মুক্ত করতে পারছিল না দানব কুমিরটি। আরেক শিকারী কুমিরকে দেখা গেল নিজের চেয়েও ভারী ওজনের প্রতিপক্ষকে অবলীলায় উলটে ফেলে দিতে। এমন লড়াই দেখে স্তম্ভিত নেটদুনিয়া। ভাইরাল হওয়া ভিডিওতে নদীর পাড় দুটি কুমিরকে একে অপরের সঙ্গে হাড়হিম লড়াইয়ে মত্ত থাকতে দেখা গিয়েছে।
লক্ষ লক্ষ ভিউয়ের সঙ্গে কুমিরের হাডাহাড্ডি লড়াইয়ের ভিডিও ভাইরাল হয়েছে। একই প্রজাতির দুটি প্রাণীর এই বিরল লড়াই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের নজর কেড়েছে।