New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/cats-153.jpg)
লম্বা জিভ দিয়ে শ্যাম্পু-কন্ডিশনার বোতল স্পর্শ করতে দেখা যাচ্ছে ভয়ঙ্কর প্রাণীকে
বাথরুমে ড্রাগন টিকটিকি, ভয়ে আত্মারাম খাঁচা মহিলার। স্নান করতে গিয়ে যা পরিণতি হল গৃহিনীর, জানলে শিউরে উঠবেন। সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের ভিডিও ভাইরাল হলেও সম্প্রতি যে ভিডিও ভাইরাল হয়েছে তা দেখে ভয়ে চোখ কপালে। বাড়ির বাথরুমে ড্রাগন টিকটিকি। যে দেখে কার্যত শিউরে ওঠেন গৃহিনী। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় যে বাথরুমের ভিতর ঢুকে পড়েছে ড্রাগন টিকটিকি। যার কারণে স্নান শেষে মেয়েটি বাথরুমের বাইরেও আসতে পারছেন না।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় একটি বাড়ির বাথরুমে ঢুকে পড়েছে একটি প্রকাণ্ড টিকটিকি। এমন প্রাণী আপনি কমই দেখেছেন। তাকে বাথরুমের স্ল্যাবের দিকে ঝুলতে দেখা যায় এবং সেখানে তার লম্বা জিভ দিয়ে শ্যাম্পু-কন্ডিশনার বোতল স্পর্শ করতে দেখা যায়। বাথরুমের ভেতরে উপস্থিত একজন মহিলা সেই ভয়ঙ্কর প্রাণীকে দেখে চিৎকার করতে থাকেন।
rumahkumuh.id নামে একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে ভিডিওটি। এখন পর্যন্ত ১২ হাজারেরও বেশি মানুষ ভিডিওটি লাইক করেছেন।