New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/cats-119.jpg)
বেকারত্বের বাস্তব ধরা পড়ল নেটপাড়ায়, কলকাতায় আইটি অফিসের বাইরের ছবি চমকে দেবে
বেকারত্বের আকার কতটা ভয়াবহ হতে চলেছে এই ভেবেই রাতের ঘুম উড়েছে চাকরিপ্রার্থী ও তাদের বাবা-মায়ের।
বেকারত্বের বাস্তব ধরা পড়ল নেটপাড়ায়, কলকাতায় আইটি অফিসের বাইরের ছবি চমকে দেবে
ওয়াক-ইন ইন্টারভিউয়ের জন্য উইপ্রোর অফিসের বাইরে দীর্ঘ লাইন, চাকরি পেতে এসেছেন হাজার হাজার মানুষ, ভিডিও ভাইরাল হতেই ব্বেকারত্বের বাস্তব চিত্র নিয়ে মুখ খুলতে বাধ্য হয়েছেন নেটিজেনরা। প্রকাশিত ভিডিওটি দেখার পর, একজন ইউজার লিখেছেন যে "১৮ বছর আগে আমি TCS-এ একটি ওয়াক-ইন-এ অংশ নিয়েছিলাম যেখানে ৩০০টি চাকরির জন্য আবেদনকারীর সংখ্যা ছিল ১৫ হাজার।
চাকরি চেয়ে সোশ্যাল মিডিয়ায় হামেশাই নানান পোস্ট রোজকারের ঘটনা। সম্প্রতি এক ভিডিওতে বেকারত্বের বাস্তব চিত্র ফুটে উঠেছে। যা দেখে রীতিমত আতঙ্কিত হয়ে পড়েছে মানুষজন। আগামী দিন ঠিক কোন পরিস্থিতির মুখোমুখি আমরা হতে চলেছি, বেকারত্বের আকার কতটা ভয়াবহ হতে চলেছে? এই ভেবেই রাতের ঘুম উড়েছে চাকরিপ্রার্থী ও তাদের বাবা-মায়ের। কোভিড পর্বে অনেকেরই চাকরিতে কোপ পড়ে। কর্মহীন হয়ে পড়েন বড় সংখ্যার মানুষ। কোভিড পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই ছন্দে ফেরার মরিয়া লড়াইয়ে অনেকেই চাকরি হারিয়ে নিজস্ব স্টার্টআপ খুলেছেন ঠিকই। কিন্তু চাকরির জন্য হাহাকারের ছবিটা আজও স্পষ্ট।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যাতে দেখা যাচ্ছে ওয়াক-ইন-ইন্টারভিউতে অংশ নিতে হাজির হয়েছেন হাজার হাজার চাকরিপ্রার্থী। নেটিজেনদের দাবি অনুসারে জানা গিয়েছে ভাইরাল এই ভিডিও উইপ্রো অফিসের বাইরে তোলা। ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকে দাবি করেছেন, কলকাতায় চাকরির বাজার বরাবরই কঠিন ছিল। এখন চাকরির বাজারে প্রতিযোগিতা বেড়ে গিয়েছে বহুগুণেই। বিশেষ করা কোভিড পরবর্তীতে চাকরির বাজারে সৃষ্টি হয়েছে হাহাকার পরিস্থিতি।