New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/cats-94.jpg)
এটিএম-এ QR কোড স্ক্যান করেই মিলবে নগদ।
এটিএম-এ QR কোড স্ক্যান করেই মিলবে নগদ।
এটিএম-এ QR কোড স্ক্যান করেই মিলবে নগদ।
লাগবে না ATM কার্ড, দিতে হবে না কোন পিন। নগদ টাকা তুলতে পারবেন এবার থেকে অনায়াসেই। এটিএম-এ QR কোড স্ক্যান করেই মিলবে নগদ। সম্প্রতি এমনই এক ভিডিও তোলপাড় ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখানো হয়েছে কীভাবে UPI ব্যবহার করে এটিএম থেকে নগদ মুহূর্তেই পাবেন আপনি।
ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (UPI), মোবাইল ডিভাইসের মাধ্যমে তাৎক্ষণিক লেনদেনের জন্য বহুল ব্যবহৃত একটি পদ্ধতি। 'ভারতের প্রথম ইউপিআই এটিএম'-এর ভিডিও সামনে এসেছে। বৃহস্পতিবার, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল এক্স-এ একটি ভিডিও পোস্ট করেছেন, যাতে দেখা গিয়েছে কীভাবে UPI ব্যবহার করে এটিএম থেকে নগদ তোলা যায়।
প্রথমে স্ক্রিনে প্রদর্শিত UPI কার্ডলেস ক্যাশ বিকল্পে ক্লিক করা মাত্রই কত টাকা তুললে চান তা দিতে হবে। এরপর এটিএম স্ক্রিনে একটি QR কোড সামনে আসবে। সেই QR কোড স্ক্যান করে অনায়াসেই মিলবে নগদ। এই অনন্য এটিএমটি ভারতের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন তৈরি করেছে।
UPI ATM: The future of fintech is here! 💪🇮🇳 pic.twitter.com/el9ioH3PNP
— Piyush Goyal (@PiyushGoyal) September 7, 2023
সম্প্রতি, UPI এক মাসে ১০ বিলিয়ন লেনদেন অতিক্রম করে একটি অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে। অগাস্টে মোট UPI লেনদেনের সংখ্যা সর্বকালের সর্বোচ্চ ১০.৫৮ বিলিয়নে পৌঁছেছে।