Advertisment

ওড়িশা থেকে উদ্ধার দু'মুখো সাপ, ভিডিও নিয়ে চর্চা সোশাল মিডিয়ায়

বর্তমানে জঙ্গলে ছেড়ে  আসা হয়েছে সাপটিকে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রতীকী ছবি,

দুটো মাথা সাপের। হ্যাঁ, অজানা বিষয় নয়। অনেকে আবার সাপের পাঁচ মাথাও দেখেছেন। অবশ্য এর অধিকাংশই শোনা কথা, বা ছবিতে। কিন্তু এদের নড়ে চড়ে এগিয়ে যেতে দেখেছেন? সম্প্রতি এই বিরল মুহূর্ত ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।

Advertisment

সাপটির দেখা মিলেছে ওড়িশায়। যার দুটো মাথা, দুটো জিভ, দুটো মুখ একেবারে স্পষ্ট। ওড়িশার কেওনঝড় জেলা থেকে এই সাপটি সম্প্রতি খুঁজে পাওয়া গিয়েছে।

প্রসঙ্গত, সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে সাপটির ভিডিও তুলে ধরেছেন, বনদপ্তরের আধিকারিক সুশান্ত নন্দ। তিনি জানিয়েছেন, সাপটি উলফ স্নেক জাতের। অবশ্যই এটি বিরল প্রজাতি। ২৬ সেকেন্ডের ওই ভিডিওটি শেয়ার করে তিনি জানিয়েছেন,
ওড়িশার কেওনঝড় জেলার দেহনকিকোটে এলাকার একটি বাড়ি থেকে এই সাপটিকে উদ্ধার করা হয়। বর্তমানে জঙ্গলে ছেড়ে  আসা হয়েছে সাপটিকে।

দেখুন ভিডিও...

viral viral news
Advertisment