Advertisment

Bengaluru woman and auto driver clash: মহিলা যাত্রীকে চূড়ান্ত হেনস্থা, মারাত্মক অভিযোগ অটোচালকের বিরুদ্ধে, দেখুন ভিডিও

Bengaluru woman and auto driver clash: ইতিমধ্যে, ভিডিওটি এক্স-এ ভাইরাল হয়েছে। ক্লিপটিতে প্রতিক্রিয়া জানিয়ে অনেকেই তাদের মতামত তুলে ধরেছেন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Bengaluru viral

মহিলা যাত্রীকে চূড়ান্ত হেনস্থা, মারাত্মক অভিযোগ মহিলা যাত্রীর, দেখুন ভিডিও

Bengaluru woman and auto driver clash: বুকিং করেও বাতিল করেছেন রাইড, এমন অভিযোগ অটো চালকের। আর সেই অভিযোগকে কেন্দ্র করেই ধুন্ধুমার। মহিলা যাত্রী এবং অটো চালকের মধ্যে তুমুল বচসার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। জানা গিয়েছে গোটা ঘটনাটি ব্যাঙ্গালুরুর।

Advertisment

 X-এ ভাইরাল হওয়া ক্লিপটিতে দেখা যাচ্ছে যে অটোতে বসে রয়েছেন ওই মহিলা। সামনে দাঁড়িয়ে অপর এক অটোচালক। তাঁর অভিযোগ ওই মহিলা যাত্রী অনলাইন রাইডিং অ্যাপে একসাথে দুটি অটো বুক করেছিলেন এবং শেষ মুহূর্তে একটি রাইড বাতিল করেন।

মহিলা অবশ্য অভিযোগ অস্বীকার করেন। দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। মহিলা যাত্রী হঠাৎ করেই উত্তেজিত হয়ে অটো চালককে মারতে উদ্ধত হন। তাকে চলে যেতে বলেন। 

পুরো ঘটনা ক্যামেরায় রেকর্ড করেছেন অটোরিকশা চালক। ভিডিওটিতে দেখা যাচ্ছে, অটো চালক মহিলাকে জিজ্ঞাসা করছেন কেন তিনি দুটি ভিন্ন অ্যাপে একসঙ্গে দুটি অটো বুক করেছেন। তিনি ওই মহিলা যাত্রীর উদ্দেশ্যে বলেন, "আমি এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি এবং আপনি এখন রাইড বাতিল করে অন্য অটোতে উঠেছেন। আপনি একজন অটো চালকের যেটা করলেন সেটা কি ঠিক করছেন?" 

জবাবে, মহিলা রাইড বুকিংয়ের কথা অস্বীকার করেছেন। তিনি জোর দিয়ে বলেন, স্রেফ দুটি ভিন্ন অ্যাপে তিনি ভাড়া দেখেছেন। কোন বুকিং তিনি করেন নি। তবে চালক অবশ্য দাবি করেছেন যে তিনি ওলার মাধ্যমে তার অটো বুক করেছিলেন এবং তারপরে টা বাতিল করে র‌্যাপিডো রাইডের মাধ্যমে ভিন্ন অটো বুক করেন ওই মহিলা যাত্রী। 

মহিলা তখন অকথ্য ভাষা ব্যবহার করেন এবং অটো চালককে ঘুষি মারার চেষ্টা করেন। তিনি বলেন, আমি দুটি অটো বুক করিনি। আপনি কেন আমাকে হয়রানি করছেন? আমি শুধু দুটি ভিন্ন অ্যাপে অটোর ভাড়া দেখেছি । আপনি যদি কোন বুকিং পান, তাহলে সেটা অ্যাপের সমস্যা। দয়া করে চলে যান এবং আমাকে হয়রানি করবেন না," ।

এই পোস্টে বেঙ্গালুরু সিটি পুলিশকে প্রতিক্রিয়া জানিয়েছে। পোস্টে মন্তব্য করে, পুলিশ মহিলাকে তাঁর নম্বর জানিয়ে ঘটনার স্থান জানাতে অনুরোধ করে। 

ইতিমধ্যে, ভিডিওটি এক্স-এ ভাইরাল হয়েছে। ক্লিপটিতে প্রতিক্রিয়া জানিয়ে অনেকেই তাদের মতামত তুলে ধরেছেন।

viral
Advertisment