হেলমেট কোথায়? গাড়ি চালিয়ে পুলিশকর্মীকে ধাওয়া মহিলার, ভিডিও ভাইরাল

রাস্তায় বিনা হেলমেটে পুলিশকর্মীকে বাইক চালাতে দেখেই তার পিছু নেন এক মহিলা।

রাস্তায় বিনা হেলমেটে পুলিশকর্মীকে বাইক চালাতে দেখেই তার পিছু নেন এক মহিলা।

author-image
IE Bangla Web Desk
New Update
Viral Video, road Safety, road accident, Traffic rules, Police officer without Helmet, Trending Video, Social Media Viral video, Bizarre, Viral on Internet

রাস্তায় বিনা হেলমেটে পুলিশকর্মীকে বাইক চালাতে দেখেই তার পিছু নেন এক মহিলা।

রাস্তায় বিনা হেলমেটে পুলিশকর্মীকে বাইক চালাতে দেখেই তার পিছু নেন এক মহিলা। পাশে গিয়ে পুলিশ কর্মীকে প্রশ্ন করেন হেলমেট কোথায়? মহিলার কথা থতমত খেয়ে যান ওই পুলিশকর্মী। তিনি প্রথমে ভেবেছিলেন ওই মহিলা তাকে কোন ঠিকানা জিজ্ঞাসা করছেন। কিন্তু যখন বুঝতে পারলেন মহিলা তার মাথায় কেন হেলমেট নেয় তা জানতে চাইছেন তিনি কোন উত্তর না দিয়েই সেখান থেকে চলে যান।

Advertisment

ভিডিওতে দেখা যাচ্ছে হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছেন এক পুলিশকর্মী। গাড়িতে করে তাকে ধাওয়া করেন এক মহিলা।  তিনি পুলিশকর্মীর থেকে জানতে চান হেলমেট কোথায়? প্রথমে পুলিশ কর্মী মনে করে যে মহিলা তার কাছে কোন জায়গার ঠিকানা জানতে চাইছেন। কিন্তু যখন তিনি যখন বুঝতে পারেন তার ভুল ধরিয়ে দেওয়া হচ্ছে।  তখন কোন উত্তর না দিয়ে সেখান থেকে চলে যান ওই পুলিশ কর্মী।

ভিডিও ক্লিপটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (আগের টুইটারে)  @gharkekalesh নামের একটি আইডি থেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। ক্যাপশনে বলা হয়েছে যে হেলমেট না পরার জন্য একজন মহিলা এবং একজন পুলিশ অফিসারের মধ্যে তর্কাতর্কি।  ভিডিওটি ভাইরাল হতেই চরম ট্রোলের মুখে পড়তে হয় ওই মহিলাকে। একজন ব্যবহারকারী লিখেছেন – প্রথমে আপনি আপনার সিট বেল্ট পরুন। আরেক ব্যবহারকারী লিখেছেন- ভন্ডামিরও সীমা আছে, আগে আপনার সিট বেল্ট পরুন। তৃতীয় ব্যবহারকারী লিখেছেন- আন্টি ওভারস্মার্ট হয়ে যাচ্ছেন।

viral