scorecardresearch

শরীরী ঢঙে চুঁইয়ে পড়ছে উষ্ণতা, নজরকাড়া বেলি ড্যান্সে বাকরুদ্ধ নেটপাড়া

বেলি ডান্স করার সময় মহিলাকে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছে।

Belly Dance Video, Belly Dance Viral Video, Dance Video, Dance Viral Video, Viral Video, Trending Video, Today Viral Video, Today Trending Video, Viral Vide

সোশ্যাল মিডিয়াতে মানুষজন নিজেদের প্রতিভা সমাজের সামনে তুলে ধরেন। কিছু কিছু ভিডিও এমনই যা মানুষের মন জয় করে। এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলেছে। এক মহিলার নাচের ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যাতে তিনি বেলি ডান্স-এর মাধ্যমে নেটিজেনদের মন করেছে। এই বেলি ডান্স ভিডিওটি মুহূর্তের জন্য আপনার বুকেও ঝড় তুলবে।

ভিডিওতে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘দিলবর’ গানটি। গানে অসাধারন এক্সপ্রেশন দিতে গিয়ে বেলি ডান্স করছেন মহিলা। বেলি ডান্স করার সময় মহিলাকে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছে। দেখে মনে হচ্ছে সে একজন পেশাদার বেলি ড্যান্সার।আজ পর্যন্ত আপনিও নিশ্চয়ই অনেক বেলি ডান্স দেখেছেন। তবে এ ধরনের দৃশ্য খুব কমই দেখা যায়।

এখন এই নাচের ভিডিও ক্রমশ ভাইরাল হচ্ছে। ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে ‘জুহি_শেখ’ নামের একটি অ্যাকাউন্টে। ভিডিওটি এখন পর্যন্ত কোটি কোটি মানুষ দেখেছেন। একই সঙ্গে নাচের ভিডিওটিতে লাইক দিয়েছেন দুই লাখেরও বেশি মানুষ। এই নাচ দেখে মানুষজন মহিলার ভূয়সী প্রশংসা করছে।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Woman belly dance on dilbar song heart winning video goes viral article