New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/cats_17da54.jpg)
এক মহিলা এবং তার পোষ্যের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভিডিওটিতে এমন কিছু দেখা যাচ্ছে যা আপনাকেও অবাক করবে।
এক মহিলা এবং তার পোষ্যের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভিডিওটিতে এমন কিছু দেখা যাচ্ছে যা আপনাকেও অবাক করবে।
এক মহিলা এবং তার পোষ্যের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভিডিওটিতে এমন কিছু দেখা যাচ্ছে যা আপনাকেও অবাক করবে।
Viral Video: সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কখন কোন ভিডিও ভাইরাল হবে তা আগে থেকে বলা মুসকিল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক ভিডিও ভাইরাল হয়। আর এসব ভিডিওর মধ্যে দু-একটি ভিডিও মানুষ পছন্দ করেন। এই ধরণের ভিডিও দেখে মানুষ নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। এই মুহূর্তে একই ধরনের একটি ভিডিও ভাইরাল হচ্ছে। এক মহিলা এবং তার পোষ্যের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভিডিওটিতে এমন কিছু দেখা যাচ্ছে যা আপনাকেও অবাক করবে।
প্রতিটি মানুষের কাছে সোনার চেইন, আংটি, ঘড়ি ইত্যাদি সাধের সামগ্রী। সোনার দাম আকাশছোঁয়া হওয়ায় অনেকেই তাদের স্বপ্ন পূরণ করতে অপারক। কিন্তু সোনার চেইন পরা কুকুরকে দেখে সবাই অবাক। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে যাতে দেখা যায় এক মহিলা সোনার চেইন কিনে তার পোষা কুকুরকে তা পরিয়ে দেন। সোনার চেন পরে সেও খুশিতে লেজ নাড়াতে থাকে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত ভাইরাল হচ্ছে।
আরও পড়ুন : < Air Conditioner Monsoon Tips: বর্ষায় কম্প্রেসার জল প্রবেশ করতে দেবেন না, মারাত্মক সর্বনাশ থেকে রক্ষা করুন AC মেশিনকে! >
जिंदगी तो ये डॉगी ही जी रहा है pic.twitter.com/JyiNjbX9wO
— Professor of memes (@prof_desi) July 8, 2024
এই ভিডিওটি মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম X (আগের টুইটারে) @prof_desi নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে শেয়ার করা হয়েছে। ভিডিওটি শেয়ার করার সময় ক্যাপশনে লেখা হয়েছে, 'এই কুকুরটি শুধু জীবন যাপন করছে।' খবর লেখা পর্যন্ত ভিডিওটি দেখেছেন ২০ হাজারের বেশি মানুষ। ভিডিওটি দেখার পর এক ব্যবহারকারী লিখেছেন- আগামী জন্মে আমি কুকুর হতে চাই। আরেকজন ব্যবহারকারী লিখেছেন- আজকাল শুধু কুকুরের জন্যই বিলাস বহুল জীবন। অপর এক ব্যবহারকারী লিখেছেন- আমরা বেঁচে আছি।