New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/cats-10.jpg)
চমকে ওঠার মত ভিডিও! বিলাসবহুল পোর্সে গাড়িতে পশুখাদ্য নিয়ে সওয়ার মহিলা,
২ কোটি টাকার একটি গাড়িতে পশুর খাবার নিয়ে চমকে দিলেন মহিলা।
চমকে ওঠার মত ভিডিও! বিলাসবহুল পোর্সে গাড়িতে পশুখাদ্য নিয়ে সওয়ার মহিলা,
পোর্সে গাড়ি চেপে এক মহিলা আনলেন গরুর খাবার। মহিলার সেই ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। গতকালই কেরলের এক সবজী বিক্রেতাকে বাজারে সবজী বিক্রি করতে আসার সময় অডি চেপে আসতে দেখা গিয়েছে। তার রেশ কাটতে না কাটতেই ফের এক ভিডিও শোরগোল ফেলেছে নেটদুনিয়ায়।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে লাল রঙের পোর্সে গাড়ি। এই গাড়ি থেকে একজন মহিলা বেরিয়ে আসেন। ভিডিওতে স্পষ্ট শোনা যাচ্ছে যে তিনি কিছু বলছেন। ভিডিওতে এর পর যা দেখা যাচ্ছে তা চোখে দেখেও বিশ্বাস করতে পারছেন না নেটিজেনরা। পোর্সের ডিকি খুলে দেখা যাচ্ছে সেখানে রয়েছে পশুখাদ্য।
প্রতিদিন একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। অনেক সময় এমন কিছু ভিডিও সামনে আসে যা দেখে অবাক হন নেটিজেনরা। ২ কোটি টাকার একটি গাড়ি পশু খাবার বহনের কাজে লাগানোর ভিডিওটি ইতিমধ্যে দেখেছেন কয়েকলক্ষ মানুষ। সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত ভাইরাল হচ্ছে এই ভিডিও।