scorecardresearch

ওয়েডিং ফটোশ্যূট এখন অতীত, ঝড়ের বেগে ভাইরাল ‘ডিভোর্স পার্টি সেলিব্রেশন’

ফটোশ্যুটের সাক্ষী থেকেছে ওই তরুণীর মা ও এক নিকট বান্ধবীও।

divorce, viral

বিয়ের ফটোশ্যুটের একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। কিন্তু তা বলে বিবাহ বিচ্ছেদেরও ফটোশ্যুট! হ্যাঁ এমনই এক কাণ্ড তোলপাড় ফেলেছে নেটদুনিয়ায়। লক্ষ মানুষকে সাক্ষী রেখে বিবাহ বিচ্ছেদের ফটোশ্যুট সোশ্যাল মিডিয়ায় সকলের সামনে তুলে ধরলেন এক তরুণী। তাও একেবারে অভিনব উপায়ে।

নিজের বিয়ের পোশাককে আগুনে পুড়িয়ে ‘ডিভোর্স সেলিব্রেশনে’ মাতলেন ওই তরুণী। আর এই সংক্রান্ত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মার্কিন তরুণী লরেন ব্রুক ফটোশুটের সময় তার বিয়ের পোশাক পুড়িয়ে বিবাহ বিচ্ছেদ উদযাপন করেছেন। তার ফটোশুটের ছবি অনলাইনে ভাইরাল হয়েছে। ১০ বছরের বিবাহিত জীবনের ইতি টেনে বিচ্ছেদের পথে হেঁটেছেন ওই তরুণী। তিক্ত স্মৃতি মুছে ফেলতে তিনি এক অভিনব ফটোশ্যুটের আয়োজন করেন যাতে তাকে বিয়ের পোশাক পুড়িয়ে ডিভোর্স সেলিব্রেট করতে দেখা যায়।

মিরর ইউকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই তরুণী বলেছেন, বিয়ের পর থেকে প্রতিটি দিন আমার কাছে তিক্ত এক অভিজ্ঞতা, মানসিক এবং শারীরিক ভাবে প্রতিদিন তিলে তিলে শেষ হচ্ছিলাম আমি। অবশেষে বিচ্ছেদের সিদ্ধান্ত। আগে প্রতিটি সকাল আমার কাছে ছিল এক তিক্ত অভিজ্ঞতার। এখন অনেক ভাল আছি। ডিভোর্সের পর প্রধান লক্ষ্য হল আমার সন্তানদের ভাল ভাবে মানুষ করা”।

ফটোশ্যুটের সাক্ষী থেকেছে ওই তরুণীর মা ও এক নিকট বান্ধবীও। ভিডিও সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ ভিউয়ের সঙ্গে ভাইরাল হয়েছে।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Woman celebrates her divorce by burning her wedding dress during photoshoot full story here