New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/cats_55b6b4.jpg)
পেটের তাগিদে যাত্রিদের ফেলা থুতু পানের পিক পরিষ্কার করছেন এক বৃদ্ধা অসহায় মহিলা।
ভিডিওটি শেয়ার করেছে আইএএস আধিকারিক অবণীশ শরণ।
পেটের তাগিদে যাত্রিদের ফেলা থুতু পানের পিক পরিষ্কার করছেন এক বৃদ্ধা অসহায় মহিলা।
রেলস্টেশনে থুতু-পানের পিক ফেলে চলে যান এমন মানুষের সংখ্যাটা হাতে গুনে শেষ করা যাবে না। কিন্তু আজকের এই ভিডিও দেখার পর রেলস্টেশনে বা পাবলিক প্লেসে থুতু বা পানেক পিক ফেলতেও দশবার ভাববেন মানুষজন।
পেটের তাগিদে যাত্রিদের ফেলা থুতু পানের পিক পরিষ্কার করছেন এক বৃদ্ধা অসহায় মহিলা। এমনই এক ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। ভিডিওটি শেয়ার করেছে আইএএস আধিকারিক অবণীশ শরণ।
বাসস্ট্যান্ড হোক বা রেলস্টেশন, সব জায়গায় পরিষ্কার-পরিচ্ছন্নতার বজায় রাখতে সবার আগে প্রয়োজন আমার-আপনার সচেতনতা। কিন্তু কিছু মানুষ আছে যারা এই ধারণায় বিশ্বাস না করে যেখানে সেখানে থুতু পানের পিক ফেলে থাকেন। রেলস্টেশনে এমনই থুতু-পানের পিক পরিষ্কার করছেন এমন এক বৃদ্ধা মহিলা। যার ভিডিও ক্রমশ ভাইরাল হচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় একজন মহিলা স্যানিটেশন কর্মী রেলস্টেশনের পিলারের পড়ে থাকা থুতু-পানের পিকের দাগ পরিষ্কার করছেন। এই কাজ করতে আপনার কেমন লাগে? এর উত্তরে ওই মহিলা বলেন, 'কী করব, এত বলি কিন্তু মানুষ শোনেই না'।
এই ভিডিওটি আইএএস অফিসার অবনীশ শরণ মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম X (আগের টুইটার) এ শেয়ার করেছেন। ভিডিওটি শেয়ার করার সময় তিনি ক্যাপশনে লিখেছেন, 'দয়া করে বৃদ্ধার এই বার্তা সকলের কাছে পৌঁছে দিন।' এই ভিডিও দেখার পর এক ব্যবহারকারী লিখেছেন- স্টেশনেই আরও কড়া পাহারার ব্যবস্থা করা উচিত। আরেক ব্যবহারকারী লিখেছেন- আন্টি ঠিক বলেছেন, মানুষের ভাবা উচিত। এক ব্যবহারকারী লিখেছেন- গুটখা নিষিদ্ধ করা উচিত।
कृपया आंटी के संदेश को ‘सही लोगों’ तक पहुँचायें. pic.twitter.com/0yJ07hP9ve
— Awanish Sharan 🇮🇳 (@AwanishSharan) March 27, 2024