New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/cats-46.jpg)
টিকিটের দাম সাড়ে চার লাখ টাকা, তা সত্ত্বেও বিমানে আড়াই বছরের সন্তানকে নিয়ে প্রবল সমস্যার মুখে মহিলা। ভিডিওতে তুলে ধরলেন গোটা ঘটনাই।
টিকিটের দাম সাড়ে চার লাখ টাকা, তা সত্ত্বেও বিমানে আড়াই বছরের সন্তানকে নিয়ে প্রবল সমস্যার মুখে মহিলা। ভিডিওতে তুলে ধরলেন গোটা ঘটনাই।
টিকিটের দাম সাড়ে চার লাখ টাকা, তা সত্ত্বেও বিমানে আড়াই বছরের সন্তানকে নিয়ে প্রবল সমস্যার মুখে মহিলা। ভিডিওতে তুলে ধরলেন গোটা ঘটনাই।
টিকিটের দাম সাড়ে চার লাখ টাকা, তা সত্ত্বেও বিমানে আড়াই বছরের সন্তানকে নিয়ে প্রবল সমস্যার মুখে মহিলা। ভিডিওতে তুলে ধরলেন গোটা সিস্টেমকেই। যেখান কার্যত বিমানের ভিতর দাত-মুখ বের করা কঙ্কালসার চেহারা চমকে দিয়েছে নেটপাড়ার মানুষজনকে।
কনটেন্ট ক্রিয়েটর শ্রেয়তি গর্গ সম্প্রতি ইনস্টাগ্রামে দিল্লি থেকে টরন্টো যাওয়ার এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে তার 'খারাপ অভিজ্ঞতা' শেয়ার করেছেন। দামি টিকিট কেটেও কেন মিলবে না ন্যুনতম পরিষেবা এই প্রশ্ন তুলেছেন তিনি। তার ২.৫ বছর বয়সী এবং সাত মাস বয়সী শিশুদের নিয়ে ভ্রমণ কতটা বিড়ম্বনার ছিল, শ্রেয়তি গর্গ একটি ভিডিওতে সেই সকল সমস্যাগুলিকেই তুলে ধরেছেন। ভাঙা আসন, নেই বিনোদনের কোন ব্যবস্থা, কেটে গিয়েছে বিমানের আলো।তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, " আমি আমার দুই সন্তানের সঙ্গে যাদের বয়স আড়াই বছর এবং সাত মাস দিল্লি থেকে টরন্টো যাওয়ার এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ভ্রমণ করছিলাম দুর্ভাগ্যবশত, বিমানে প্রায় কিছুই কাজ করছিল না"।
তিনি আরও লিখেছেন, 'ভাঙা আসন থেকে শুরু করে কোনো বিনোদন ব্যবস্থা নেই, দুর্ভাগ্যবশত, আমি ভাঙা সিটের হাতলের ছবি তুলতে ভুলে গিয়েছিলাম এবং আক্ষরিক অর্থেই যাতে আমার সন্তান আঘাত পেতে পারত। তারগুলি সিস্টেম থেকে বেরিয়ে আসছে। ক্রু ও কর্মীদের একাধিকবার অভিযোগ করার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমি দুটি সন্তান নিয়ে অসহায় হয়ে পড়েছিলাম।
শ্রেয়তির এই পোস্টটি ইনস্টাগ্রামে ১১ হাজারেরও বেশি লাইক পেয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ এটি দেখেছেন। এ ধরনের বিশৃঙ্খলা নিয়ে মানুষ মন্তব্য ও উদ্বেগ প্রকাশ করছে।