Advertisment

মৃত স্বামীর ছবির সামনে স্ত্রী'র উথাল-পাতাল নাচ, 'মরে বেঁচেছেন' মন্তব্য নেটপাড়ার

ভিডিওটি ভাইরাল হওয়ার পর ইন্টারনেট ব্যবহারকারীরা রেগে কাই।

author-image
IE Bangla Web Desk
New Update
VIral Video, trending Video, Funny Video, latest funny video, latest dance video, latest funny dance video, husband wife viral video, woman dance video, woman funny dance video, social media, social media viral video, trending video,वायरल वीडियो, ट्रेंडिंग वीडियो, फनी वीडियो, लेटेस्ट फनी वीडियो, लेटेस्ट डांस वीडियो, लेटेस्ट फनी डांस वीडियो, पति पत्नी वायरल वीडियो, महिला डांस वीडियो, महिला फनी डांस वीडियो, सोशल मीडिया, सोशल मीडिया वायरल वीडियो, ट्रेंडिंग वीडियो" />

মৃত স্বামীর ছবির সামনে স্ত্রী'র উথাল-পাতাল নাচ, 'মরে বেঁচেছেন' মন্তব্য নেটপাড়ার

অদ্ভুত নাচের ভিডিও প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। মানুষ এই ধরনের ভিডিও দারুণ ভাবে উপভোগ করেন। এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। এই ভিডিওতে একজন মহিলাকে তার মৃত স্বামীর ছবির সামনে অদ্ভুত নাচ করতে দেখা যাচ্ছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ইন্টারনেট ব্যবহারকারীরা বেশ ক্ষুব্ধ। অনেকে মহিলাকে নিয়ে সমালোচনা করে্ন। একইসঙ্গে অনেকেই ভিডিওটিকে শেয়ারও করেছেন।

Advertisment

ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যায়, একজন স্ত্রীকে তার মৃত স্বামীর ছবির সামনে অদ্ভুত নাচ করতে। এই নাচের ভিডিও দেখে অবাক সকলেই। ভিডিওটি @broken_thought_only নামের একজন ব্যবহারকারী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।
এই ভিডিওটি এখন পর্যন্ত দুই লাখের বেশি মানুষ লাইক করেছেন। একই সঙ্গে অনেকে শেয়ারও করেছেন। ভিডিওটি দেখে হাসি নিয়ন্ত্রণ করতে পারছেন না মানুষ। দেখুন মজার ভাইরাল ভিডিও।

ভাইরাল ভিডিওটি দেখে মানুষ তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, 'এসব কর্মকাণ্ডের কারণেই হয়তো স্বামী মারা গেছেন।' অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, 'সে কি আত্মাকেও মেরে ফেলবে?', অপর একজন ব্যবহারকারী লিখেছেন, 'নিশ্চয়ই এই কারণে স্বামী মারা গেছেন।'

viral
Advertisment