New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/cats-35.jpg)
ভিডিও ভাইরাল হতেই তাতে লাইক-কমেন্টের বন্যা।
কীভাবে এমন অসম্ভব কাজকে সম্ভব করলেন এই মহিলা?
ভিডিও ভাইরাল হতেই তাতে লাইক-কমেন্টের বন্যা।
মাঝে মাঝে এমন কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যা দেখলে অবাক হতে বাধ্য। এমনই একটি ভিডিও এখন দ্রুত ভাইরাল হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে, মাথায় এলপিজি সিলিন্ডার রেখে অদ্ভুত ভারসাম্যে নেচে সোশ্যাল মিডিয়া মাতিয়ে দিয়েছে এক মহিলা। তাঁর এই সেরা স্টান্ট ভিডিও ঝড়ের বেগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এমন দক্ষতার প্রশংসাও না করে পারেন নি নেটপাড়ার মানুষজন।
ভিডিওতে মহিলা তাঁর মাথায় সিলিন্ডার নিয়ে একটি বৃত্তাকার স্টিলের হাড়ির উপর দাঁড়িয়ে তাঁর সেই নাচ দেখাতে শুরু করে। বিন্দুমাত্র ভয় না পেয়েই দক্ষতার সঙ্গে নাচছিলেন তিনি। তবে অনেকেই বলছেন, এ ধরনের স্টান্ট করা উচিত নয় কারণ এমন স্টান্ট যে কোন সময় বড় বিপদ ডেকে আনতে পারে।
আরও পড়ুন: < বহুতল ভেদ করে দুরন্ত গতিতে ছুটে চলেছে আস্ত ট্রেন, সেরা কারিগরি দক্ষতায় চমকে উঠল তামাম বিশ্ব >
ভিডিও ভাইরাল হতেই তাতে লাইক-কমেন্টের বন্যা। লাখ লাখ মানুষকে অবাক করেছে এই ভিডিও। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘দয়া করে মানুষকে এ ধরনের স্টান্ট করতে অনুপ্রাণিত করবেন না কারণ এটি বিপজ্জনক।' তবে অনেকেই মহিলার এমন স্টান্টের তারিফ না করে পারেন নি।
আরও পড়ুন: < চমকে ওঠার মত ভিডিও! বিলাসবহুল পোর্সে গাড়িতে পশুখাদ্য নিয়ে সওয়ার মহিলা >