ইন্সটা রিলে মত্ত তরুণ প্রজন্ম। মেট্রো স্টেশনই হোক অথবা রেল স্টেশন যখন তখন ইন্সটা রিল বানাতে দেখা যায় তরুণ প্রজন্মের ছেলে-মেয়েদের। রাতারাতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অসংখ্য মানুষের কাছে নিজের পরিচিতি তুলে ধরতে সকলেই মরিয়া। আর এর মাঝেই সামনে এসেছে এক ভয়ঙ্কর ভিডিও। মেট্রো, রেল স্টেশন এখন অতীত। এখন বিমানেই নেচে রিল বানাতে দেখা গেল এক তরুণীকে। যা দেখে সকলেই হাঁ।
সম্প্রতি ট্রেন এবং মেট্রোতে একাধিক নাচের ভিডিও ভাইরাল হয়েছে। তাই বলেই বিমানেও নাচ! এমনই কাণ্ড ঘটিয়ে রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই তরুণী। আসলে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওতে এক তরুণীকে বিমানের ভিতরে নাচতে দেখা যায়। দেখে মনে হচ্ছে এই ভিডিওটি সেই সময়ের ছিল যখন লোকেরা বোর্ডিংয়ের জন্য ভিতরে যাচ্ছেন। ভিডিওতে স্পষ্ট দেখা যায় নাচের কারণে অনান্য যাত্রীদের অনেক সমস্যায় পড়তে হচ্ছে।
এখন পর্যন্ত অনেক ব্যবহারকারী ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া এই ভিডিও সম্পর্কে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। এমন পরিস্থিতিতে একজন ব্যবহারকারী লিখেছেন, মনে হচ্ছে বিমানটি প্রথমবার দেখেছেন। একই সঙ্গে আরেক ব্যবহারকারী লিখেছেন, এই মেয়েটিকে প্লেনে এন্ট্রি দিয়েছেন কে? এই ভিডিওটি এখন পর্যন্ত লাখ লাখ লাইক পেয়েছে এবং হাজার হাজার বার শেয়ারও হয়েছে। ভিডিওটি ‘shibakhan412’ নামে অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে।