Advertisment

তেলে ভাজা সিডি থেকে তৈরি চোখধাঁধানো 'Wind chain', তরুণীর অবাক করা প্রতিভা ভাইরাল

আপনার ঘরের সৌন্দর্য্য বহুগুণে বাড়িয়ে দিতে পারে সিডি থেকে তৈরি এই চোখধাঁধানো 'Wind chain'

author-image
IE Bangla Web Desk
New Update
CD Deep Fry, CD handicraft, Viral video news, trending News in hindi, Viral news in hindi, Viral Video trending News

সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন হাজারো প্রতিভা ভাইরাল হয়। সম্প্রতি এক তরুণীকে অব্যবহৃত সিডিকে তেলে ডিপ ফ্রাই করে তা দিয়ে "Wind chain" তৈরি করতে দেখা গিয়েছে। তরুণীর এমন শিল্পকর্মে আপ্লূত নেটপাড়া।

Advertisment

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে এক তরুণী তেলে সিডিগুলিকে পাকোড়ার মতো ভাজছেন। এরপর ওই সিডিগুলিকে কেটে কেটে সুন্দর একটি "Wind chain" তৈরি করেন। বাড়ির জন্য এটি এতটাই দুর্দান্ত যে "Wind chain" আপনার ঘরের সৌন্দর্য্য বহুগুণে বাড়িয়ে দিতে পারে।

ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে amee_kaushik_ribadiya নামের একটি একটি অ্যাকাউন্ট থেকে। ভিডিওটি চার লাখেরও বেশি মানুষ লাইক করেছেন। একজন ইউজার লিখেছেন, 'প্রথমে বিরক্ত ছিলাম, কিন্তু পরে তরুণীর আর্টওয়ার্ক দেখে মুগ্ধ।' অন্যদিকে আরেক ব্যবহারকারী লিখেছেন, 'সত্যিই প্রতিভাকে কুর্নিশ।

viral
Advertisment