Advertisment

Stunt video: গ্যাস সিলিন্ডার নিয়ে 'বিপজ্জনক স্টান্ট', ভিডিও দেখে চমকে উঠল নেটপাড়া

ভিডিওটি দেখার পর নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না নেটিজেনরা।

author-image
IE Bangla Web Desk
New Update
Viral video, viral news, stunt video, dangerous stunt, trending video, trending news,

ভিডিওটি দেখার পর নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না নেটিজেনরা।

গ্যাস সিলিন্ডার নিয়ে 'বিপজ্জনক স্টান্ট', মুহূর্তেই ভাইরাল মহিলার ভিডিও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক মহিলার স্টান্ট করার ভিডিও। ভিডিওটি দেখার পর নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না নেটিজেনরা।

Advertisment

সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে প্রতিদিন ভাইরাল হয় নানান ভিডিও। সম্প্রতি সামনে এসেছে এমন এক ভিডিও যাকে ঘিরে শুরু হয়েছে জোর চর্চা।

কিছু মানুষ আছেন যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করে রাতারাতি বিখ্যাত হতে চান। তার জন্য জীবনের ঝুঁকি নিতেও পিছপা হন না তারা। সম্প্রতি সামনে এসেছে এক মহিলার বিপজ্জনক স্টান্ট-এর ভিডিও। ভিডিওটি দেখে রীতিমত অবাক নেটিজেনরা।

ভাইরাল হওয়া ভিডিওতে এক মহিলাকে তার মাথায় গ্যাস সিলিন্ডার নিয়ে দুরন্ত স্টান্ট করছেন । ভাল করে ভিডিওটি দেখলে দেখা যায় মহিলা মাথায় একটি কাঁচের বস্তুর উপর সিলিন্ডারটি রেখেছেন। শুধু তাই নয়, এর পর ঘরে রাখা আরেকটি সিলিন্ডারের ওপর দাঁড়িয়ে পড়েন তিনি।

ভিডিওটি @Siya17082000 নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম X (আগের টুইটার) এ শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ ভিডিওটি দেখেছেন। অনেকেই নানান মজার কমেন্টও করেছেন।

viral
Advertisment