Advertisment

শাড়ি পরে সমুদ্রে ‘কাইটবোর্ডিং’, মহিলার অবাক করা দক্ষতা, ভিডিও ভাইরাল!

বাকরুদ্ধ নেটপাড়া।

author-image
IE Bangla Web Desk
New Update
Viral video,kite-surfing,kite-surfing wearing a saree,saree,

শাড়ির প্রতি ভারতীয় মহিলাদের ভালবাসা কারুরই অজানা নয়। এর আগে শাড়ি পরে ম্যারাথন থেকে মাঠে ফুটবল খেলা অংশ নিতে দেখা গিয়েছে ভারতীয় নারীদের। এবার উত্তাল সমুদ্রে শাড়ি পরে এক মহিলাকে সাগরে কাইটবোর্ডিং করতে দেখা গিয়েছে। মুহূর্তেই সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে বাকরুদ্ধ নেটপাড়া।

Advertisment

শাড়ির প্রতি ভারতীয় নারীদের ভালোবাসা কারো কাছেই গোপন নয়। এখন এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যা দেখে মানুষ রীতিমতো অবাক হচ্ছেন।

ভিডিওতে স্কুবা ড্রাইভিং ও কাইটসার্ফ ট্রেনার কাত্য সাইনিকে শাড়ি পরে কাইটবোর্ডিং করতে দেখা গেছে। এই ভিডিওটি তামিলনাড়ুর এক সমুদ্রসৈকতে তোলা হয়েছে। কাত্য তার ইনস্টাগ্রাম থেকে এই ভিডিওটি শেয়ার করেছেন। কাইটবোর্ডিং হল সমুদ্রে করা একটি জলকেলি। এর জন্য প্রয়োজন ঢেউ, বাতাস এবং দক্ষতা।

viral
Advertisment