New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/cats-73.jpg)
পেট চালাতে নিজের কোলের শিশুকে নিয়ে রাস্তায় টোটো নিয়ে ভাড়া খাটছেন এক মহিলা।
পেট চালাতে নিজের কোলের শিশুকে নিয়ে রাস্তায় টোটো নিয়ে ভাড়া খাটছেন এক মহিলা।
পেট চালাতে নিজের কোলের শিশুকে নিয়ে রাস্তায় টোটো নিয়ে ভাড়া খাটছেন এক মহিলা।
দুধের শিশুকে কোলে নিয়ে পেটের তাগিদে টোটো চালাচ্ছেন মা। এমনই এক ভিডিও সম্প্রতি তোলপাড় ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। মা ও সন্তানের বন্ধন পৃথিবীর সেরা বন্ধব। সন্তানের সুখের কারণে নিজের জীবনকে বিপন্ন করতেই একবারও ভাবেন না মা। ছোট থেকে সন্তানকে মানুষ করতে প্রাণপাত করেন তিনি। তবে সব মায়ের কাছে সংগ্রামের ধরণটা এক নয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে পেট চালাতে নিজের কোলের শিশুকে নিয়ে রাস্তায় টোটো নিয়ে ভাড়া খাটছেন এক মহিলা। একহাতে টোটোর হ্যাণ্ডেল ধরে রেখেছেন তিনি। অন্যহাতে দুধের শিশুকে জড়িয়ে ধরে রয়েছেন ওই মহিলা।
অনুপ্রেরণামূলক এবং মন ছুঁয়ে যাওয়া এক ক্লিপটি ইনস্টাগ্রামে @viralbhayani পেজ থেকে ক্যাপশন সহ শেয়ার করা হয়েছে, এবং লেখা হয়েছে "কোন ক্যাপশনের প্রয়োজন নেই, মা মা’ই।" ভিডিওটি 2.5 লক্ষেরও বেশি ভিউ পেয়েছে এবং 2,19,000 টিরও বেশি লাইক সংগ্রহ করে এই ভিডিও৷ মাতৃত্বের দায়িত্ব পালনের সঙ্গে সঙ্গে এভাবে জীবন যুদ্ধে হার না মানা লড়াই চালানোর জন্য সকলেই মহিলাকে স্যালুট জানিয়েছেন।