New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/05/cats-31.jpg)
মহিলা ভালবাসায় মানুষের হৃদয় জয় করেছেন।
মাঝপথে বাইক থামিয়ে পথশিশুকে আদর, ভালবাসায় মন জয় তরুণীর। ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভালোবাসায় কী মন জয় সম্ভব? উত্তর একটাই, হ্যাঁ অবশ্যই সম্ভব। কেবল মাত্র একবিন্দু ভালোবাসা দিয়েই মানুষের মন মুহূর্তেই জয় করা সম্ভব। তেমনই সোশ্যাল মিডিয়ায় এক অপার ভালবাসার ভিডিও মানুষের মন জয় করেছে। রাস্তার মাঝখানে বাইক থামিয়ে পথশিশুর প্রতি মহিলার প্রেম জিতে নিয়েছে লাখ লাখ মানুষের হৃদয়। সেই মুহূর্তটি দেখার পর আপনার মনও ভরে যাবে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় ব্যস্ত রাস্তায় যানজট! সেখানে এক মহিলাকে বাইকের পিছনে বসে থাকতে দেখা যায়। মহিলার কাছেই রাস্তার মাঝখানে একটা ছেলে দাঁড়িয়ে। ভিডিওটি দেখে মনে হচ্ছে ছেলেটি তার কাছ থেকে কিছু টাকা চাইছে। মহিলাটি ছেলেটিকে টাকা দেয় কিন্তু তার পরে ছেলেটিকে মহিলা ভালবাসায় ভরিয়ে দেন। ভিডিওতে স্পষ্ট দেখতে পাচ্ছেন ওই মহিলা আদর করে শিশুটিকে জড়িয়ে ধরে ছেলেটার চোখের কোনে থাকা ক্ষতস্থান দেখছেন। সেখানে স্নেহের হাত বুলিয়ে দিচ্ছেন। এই মুহূর্তটি গাড়িতে বসা অপর এক ব্যক্তি রেকর্ড করেন। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভিডিওটি। সত্যিই এই ভিডিওটি হৃদয় ছুঁয়ে গেল।
Hey queen, you dropped this 👑 pic.twitter.com/tYwubPigQu
— CCTV IDIOTS (@cctvidiots) May 2, 2023
এই ভিডিওটি একজন টুইটার ব্যবহারকারী শেয়ার করেছেন। ভিডিও নিয়ে মানুষের প্রতিক্রিয়াও সামনে আসছে। এক ব্যবহারকারী লিখেছেন, ওই মহিলা ভালবাসায় মানুষের হৃদয় জয় করেছেন। অন্য একজন ব্যবহারকারী লিখেছেন যে ভিডিওটি দেখে ভাল লাগলো। মহিলাকে কুর্নিশ। অনেক টুইটার ব্যবহারকারী ভিডিওটিতে চমৎকার জবাব দিয়েছেন। যা পড়ার পর আপনার খুবই ভাল লাগবে।