Trending News: কলকাতায় থেকে প্রাণ ওষ্ঠাগত, মুম্বইয়ের ঢালাও প্রশংসা মহিলার, সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক

Trending News: কলকাতায় দুই দিন কাটিয়ে কার্যত হাফিয়ে উঠলেন মহিলা। মুম্বইয়ের প্রতি তিনি তাঁর ভালোবাসা প্রকাশ করেছেন। তাঁর পোস্টে মহিলা লিখেছেন, 'কলকাতায় দু দিন কাটানোর পর, আমি মুম্বইকে আরও বেশি উপলব্ধি করছি।'

author-image
IE Bangla Web Desk
New Update
kolkata mumbai reddit

কলকাতায় থেকে প্রাণ ওষ্ঠাগত, মুম্বইয়ের ঢালাও প্রশংসা মহিলার, সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক

Trending News: কলকাতায় দুই দিন কাটিয়ে কার্যত হাফিয়ে উঠলেন মহিলা।  মুম্বইয়ের প্রতি তিনি তাঁর ভালোবাসা প্রকাশ করেছেন। তাঁর পোস্টে মহিলা লিখেছেন, 'কলকাতায় দু দিন কাটানোর পর, আমি মুম্বইকে আরও বেশি উপলব্ধি করছি।' 

Advertisment

সম্প্রতি এক মহিলার বিতর্কিত পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মুম্বই এবং কলকাতায় তার অভিজ্ঞতা শেয়ার করার পর, মহিলার পোস্টটি সোশ্যাল মিডিয়ায় বিতর্কের সৃষ্টি করেছে। দুটি শহরের মধ্যে পার্থক্য তুলে ধরে মুম্বইকে বসবাসের একমাত্র সেরা  শহর  শিরোনামে, তিনি কলকাতায় হাফিয়ে ওঠার অভিজ্ঞতা শেয়ার করেছেন। 

মহিলা তার পোস্টে লিখেছেন, 'কলকাতায় দুই দিন কাটানোর পর, আমি মুম্বইকে আরও বেশি উপলব্ধি করছি।' তিনি কলকাতা ভ্রমণের কথা স্মরণ করে লিখেছেন, রিকশাচালক অতিরিক্ত ভাড়া দাবি করেন। এমনকী তার লাগেজ ছাড়তেও অস্বীকার করেন। আর কিছু সময় দেরি হলে তিনি তার ফ্লাইট মিস করে ফেলেছিলেন বলেও দাবি করেন তিনি। এমন পরিস্থিতির মুখোমুখি আগে কখনও হয়নি বলেও জানিয়েছেন ওই মহিলা। 

মহিলা লিখেছেন,'আমি যখন মুম্বই পৌঁছালাম!' আবার মুম্বইয়ের প্রেমে পড়ে গেলাম। এই শহরে প্রতি রাতে শান্তিতে ঘুমাতে পেরে কৃতজ্ঞ। আমি আর কোথাও এমন শান্তির ঘুম ঘুমাতে পারি না! রেডিটরের পোস্টটি দ্রুত ভাইরাল হয়।

Advertisment

সোশ্যাল মিডিয়ায় এই পোস্টটিতে ইউজাররা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, 'অবশ্যই মুম্বই অসাধারণ সুন্দর, ভারতে বসবাসের জন্য সবচেয়ে নিরাপদ এবং সেরা শহর। আরেকজন লিখেছেন, 'আমি কাজের জন্য ভারতের সেরা ১০টি শহরে ভ্রমণ করেছি।' আমি বলতে পারি যে মুম্বই সবচেয়ে সুন্দর শহর। অনেকেই কলকাতাকে ভারতের সেরা শহর এবং বসবাসের সেরা শহর বলে দাবি করেছেন। 

Trending Trending News