দলা করে ভাত মেখে হনুমানকে খাইয়ে দিচ্ছেন মহিলা, পশুপ্রেমে মুগ্ধ সোশাল মিডিয়া

ভিডিওটি কয়েক লাখেরও বেশি বার দেখা হয়েছে এবং ২৪ ঘণ্টারও কম সময়ে ১৫,০০০ বার শেয়ার করা হয়েছে।

ভিডিওটি কয়েক লাখেরও বেশি বার দেখা হয়েছে এবং ২৪ ঘণ্টারও কম সময়ে ১৫,০০০ বার শেয়ার করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

এক মহিলার বাড়িতে হনুমান খাওয়ানোর একটি ভিডিও ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল। ভাত মেখে দলা করে হনুমানকে টেবিলে বসিয়ে খাওয়াচ্ছেন তিনি। শান্তভাবে বসে দিব্য ভালো ছেলের মতো খাচ্ছে সে। যা দেখেব অনাবিল তৃপ্তি পাচ্ছে নেট নাগরিকরা। কারণ দিন দশেক আগেই কেরলে হাতিকে আনারস খাওয়ানো নিয়ে যে জঘন্য বিশ্বাসঘাতকতা করেছে মানুষ তারপর এমন একটা দৃশ্য দেখে মুগ্ধ নেট নাগরিকরা।

Advertisment

পশ্চিমবঙ্গের বীরভূম জেলার ময়ূরেশ্বরের বাসিন্দা চাঁদ দাসের পোস্ট করা দুই মিনিটের দীর্ঘ ভিডিওতে দেখা যাচ্ছে, তাঁর মা হনুমানকে ভাত, ডাল এবং শাকসব্জি দিয়ে মেখে খাইয়ে দিচ্ছেন। পরের গ্রাস মুখে তুলে দেওয়ার আগে পর্যন্ত শান্তভাবে বসে রয়েছে সেই হনুমান।

ভিডিওটি কয়েক লাখেরও বেশি বার দেখা হয়েছে এবং ২৪ ঘণ্টারও কম সময়ে ১৫,০০০ বার শেয়ার করা হয়েছে।

Advertisment

অনেকে মাতৃত্ববোধের জন্য মহিলার প্রশংসা করেছেন। কেরালায় একটি হাতির মৃত্যুর মতো সাম্প্রতিক সময়ে প্রাণী নির্যাতনের ঘটনার পরে, আসামে একটি চিতাবাঘের হত্যা এবং হিমাচল প্রদেশে একটি গরুকে বারুদের দলা খাওয়ানোর পরে এমন মানবতার ভিডিও মন কেড়েছে নেটিজেনদের।

সম্প্রতি, আহত হনুমান কর্ণাটকের এক হাসপাতালে চিকিত্সা চাওয়ার জন্য অধীর ধর্য্য নিয়ে ব্যাথা সহ্য করে দোরগোড়ায় বসেছিল। সেই ভিডিও ভাইরাল সোশাল মিডিয়ায়।

viral news viral