New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/cats-27.jpg)
তোলপাড় ফেলা কীর্তি। মহিলার প্রতিভা দেখে স্তম্ভিত নেটপাড়ার মানুষজন।
ইনস্টাগ্রামে নিজের এই সেরা শিল্পকলার ভিডিওটি শেয়ার করেছেন শিল্পী নিজেই।
তোলপাড় ফেলা কীর্তি। মহিলার প্রতিভা দেখে স্তম্ভিত নেটপাড়ার মানুষজন।
তোলপাড় ফেলা কীর্তি। মহিলার প্রতিভা দেখে স্তম্ভিত নেটপাড়ার মানুষজন। চপ্পল, পিন, ঝাড়ু এবং মপ ব্যবহার করে ফুটিয়ে তুললেন চমৎকার শিল্পকর্ম। যা দেখে তাজ্জব সকলে।
বিরল এক প্রতিভার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যেখানে এক শিল্পীকে ঝাড়ু এবং মপ সহ অনান্য নানান সামগ্রী ব্যবহার করে চমৎকার শিল্পকর্ম ফুটিয়ে তুলতে দেখা যায়। তার এই শিল্প কর্ম সত্যিই অবাক করার মতই।
স্রেফ ঘরের প্রয়োজনীয় সামগ্রী ব্যবহার করে তৈরি চোখধাঁধানো শিল্পকর্ম। এমন শিল্পকর্ম অবাক করেছে সকলকেই। আশ্চর্যের বিষয় হল, এ জন্য কোনো ধরনের রং ব্রাশ ব্যবহার করেননি। নিজের দক্ষতাকে ফুটিয়ে তুলতে পিন, চপ্পল সবই ব্যবহার করেছেন এবং শেষ পর্যন্ত সিংহের মুখ তৈরি করেছেন।
ইনস্টাগ্রামে নিজের এই সেরা শিল্পকলার ভিডিওটি শেয়ার করেছেন তিনি। অনেকে লিখেছেন যে তারা এমন শিল্পকর্মকে চোখে দেখে বিশ্বাস করতে পারেন নি। জানা গিয়েছে শিল্পীর নাম অ্যালেক্স।
এই ভিডিওটি ইন্টারনেটে শেয়ার হতেই তা ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওটিতে মন্তব্য করে একজন ব্যবহারকারী লিখেছেন, 'আমি বিশ্বাস করতে পারছি না যে একজন শিল্পী এভাবে শিল্পকলা মেলে ধরতে পারেন'। অন্যদিকে আরেক ব্যবহারকারী লিখেছেন, 'আপনার যদি প্রতিভা থাকে তবে আপনি সেই প্রতিভা দিয়ে যে কাউকে মুগ্ধ করতে পারেন।' লক্ষ লক্ষ ভিউয়ের সঙ্গে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দাবানলের মত ছড়িয়ে পড়েছে।