New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/04/cats-57.jpg)
ভিডিওটিতে লাইক পড়েছে ২৭ হাজারের বেশি।
ক্রাচ হাতে রাস্তা পার! তরুণীকে সাহায্যে এগিয়ে এলেন এক মহিলা। মহানুভবতাকে কুর্নিশ জানাল তামাম বিশ্ব। মুহূর্তেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভিডিও দেখে ব্যবহারকারীরা ওই মহিলাকে ‘রিয়েল লাইফ হিরো’ বলে মন্তব্য করেছেন।
পায়ে ফ্র্যাকচারের কারণে লাল সিগন্যালে যানবাহন থামার সঙ্গে সঙ্গে ক্রাচের সাহায্যে রাস্তা পার হতে দেখা যায় এক তরুণীকে। কিছু সময় পরেই সিগন্যাল সবুজ হতেই ওই তরুণীকে সাহায্যের জন্য এগিয়ে আসেন এক মহিলা। ভাইরাল এই ভিডিওতে দেখা যায়, ক্রাচের সাহায্যে হাঁটতে থাকা ওই তরুণীকে সাহায্য করে সকলের মন জয় করেছেন ওই মহিলা।
This is the best of humanity; help when you can pic.twitter.com/xjDLGipYyJ
— Vala Afshar (@ValaAfshar) April 4, 2023
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ক্রমশ ভাইরাল হচ্ছে। ভিডিওটি @ValaAfshar নামের একটি অ্যাকাউন্ট থেকে টুইটারে পোস্ট করা হয়েছে। এখন পর্যন্ত ভিডিওটি প্রায় ২৫ লাখের বেশি বার দেখা হয়েছে। একই সঙ্গে ভিডিওটিতে লাইক দিয়েছেন ২৭ হাজারের বেশি মানুষ। ভিডিওটি দেখার সময় ব্যবহারকারীরা ওই মহিলাকে রিয়েল লাইফ হিরো বলে উল্লেখ করেছেন।