Trending video of rickshaw puller: বয়সের ভারে ভারাক্রান্ত হলেও পেটের তাগিদে সকাল থেকে রাত রিকশা চালিয়ে যে সামান্য কটা টাকা উপার্জন করে সেই টাকাতেই সংসার চালান এই বৃদ্ধ। বৃদ্ধের কঠিন এই জীবন সংগ্রামে তাঁর পাশে এসে দাঁড়ান এক মহিলা। তার উদারতা মন ছুঁয়ে গিয়েছে সকলেই। সেই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হচ্ছে। ভিডিওটি দেখলে আপনারও চোখে জল চলে আসবে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে এক বয়স্ক রিকশাচালকের আবেগঘন ভিডিও। এই বয়সেও তার পরিশ্রম ও সংগ্রাম দেখে এক মহিলার তার উপর করুনা হয়। তিনি তাঁকে ১০০ টাকার পরিবর্তে ১৫০০ টাকা দেন এবং তাকে কটা দিন বাড়িতে থাকার পরামর্শ দেন।
পরিস্থিতি মানুষকে বাঁচতে শেখায়। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা আর্থিকভাবে খুবই দুর্বল, তবুও তারা সংগ্রাম করে জীবন যাপন করছে। কখনও কখনও কিছু মানুষকে ৭০-৮০ বছর বয়সেও ভাগ্যের নির্মম পরিহাসে কঠোর পরিশ্রম করতে হয়। আজকাল এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যেখানে এক বৃদ্ধের জীবনের কঠিন লড়াই দেখে বুক কেঁপে উঠবে।
আরও পড়ুন : < Solar Storm: ধেয়ে আসছে ভয়ঙ্কর সৌর ঝড়, অন্ধকারে ডুবতে পারে গোটা পৃথিবী, বিরাট সতর্কতা নাসার >
ভিডিওতে দেখা যাচ্ছে বয়স্ক রিকশাচালক মুখে হাসি নিয়ে দাঁড়িয়ে আছেন এবং একজন মহিলা তার সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। মহিলাটি আসলে বৃদ্ধের রিকশায় বসে এসেছিলেন এবং এই বয়সেও তাঁর সংগ্রাম এবং কঠোর পরিশ্রম দেখে তাঁর প্রতি করুণা হয় ওই মহিলার। পরে তিনি তাঁকে কিছু অর্থ দিয়ে সাহায্য করার চেষ্টা করেছিলেন। প্রথমে মহিলাটি বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন ভাড়া কত, তারপর বৃদ্ধ তাকে বলে, যা ইচ্ছা দিন। বৃদ্ধকে ১০০ টাকা দেবেন বলেও মহিলা বৃদ্ধের রিকশায় ওঠেন। বদলে তাকে ওই বৃদ্ধ রিকশা চালকে ১৫০০ টাকা দিতে দেখা যায়।
মহিলার এমন উদারতাকে কুর্নিশ জানিয়েছেন সকলেই। এই হৃদয় ছুঁয়ে যাওয়া ভিডিওটি @AbhayRaj_017 নামের আইডি সহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে শেয়ার করা হয়েছে এবং ক্যাপশনে লেখা হয়েছে, 'বয়স নয়, পরিস্থিতিই সিদ্ধান্ত নেয় কত বয়স পর্যন্ত টাকা উপার্জন করতে হবে'।
এক মিনিটের এই ভিডিওটি এখন পর্যন্ত কয়েক হাজার বার দেখা হয়েছে এবং বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন মানুষ। একজন ব্যবহারকারী লিখেছেন, 'অত্যন্ত দুঃখজনক ঘটনা', অন্যদিকে অন্য ব্যবহারকারী লিখেছেন, 'পরিস্থিতি শুধুমাত্র একজন ব্যক্তিকে সব কিছুতে বাধ্য করে'। একইভাবে, অন্য একজন ব্যবহারকারী লিখেছেন যে 'পরিস্থিতির উপর কারও হাত নেই'।