scorecardresearch

গাড়ির বনেটে বসেই কনের প্রিওয়েডিং শ্যুট, ভিডিও ভাইরাল হতেই বড় অঙ্কের জরিমানা

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে কালো চশমা এবং বিয়ের পোশাক পরে এক তরুণী কনের সাজে পোজ দিচ্ছেন।

Bride,Bride on Bonnet,Instagram,Instagram Reels,Prayagraj,UP Police,Uttar Pradesh,video,viral video

চলন্ত গাড়ির বনেটে বসেই কনের প্রিওয়েডিং শ্যুট, ভিডিও ভাইরাল হতেই বিপাকে পড়লেন তরুণী। দিতে হল জরিমানা। আজকাল এক তরুণীর ভিডিও সোশ্যাল মিডিয়ায় দাপিয়ে বেড়াচ্ছে। যেখানে তিনি গাড়ির বনেটে বসে প্রি-ওয়েডিং শ্যুট করছেন। ভিডিও ভাইরাল হতে ঘটে চরম বিপত্তি।

বিয়ের আগে প্রি-ওয়েডিং শ্যুট এখন একটা ট্রেন্ডে পরিণত হয়েছে। অনেকেই প্রিওয়েডিং শ্যুটকে স্মরণীয় করে তুলতে লোকেশানের পাশাপাশি সেরা পোজ দিতে মরিয়া থাকেন। কেউ পাহাড়ে বসে বিয়ের আগে শুটিং সেরে নেন। কেউ আবার বাইকে পোজ দিয়ে নিজের প্রিওয়েডিং শ্যুট করে থাকেন। সম্প্রতি এই প্রি-ওয়েডিং শ্যুটের চক্করে ভয়ঙ্কর ঘটনা ঘটালেন এক তরুণী।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটি দেখে বোঝা যাচ্ছে, প্রি-ওয়েডিং শুটের জন্য নানান পোজ দিচ্ছেন তরুণী। কিন্তু চলন্ত গাড়ির বোনেটে বসে শ্যুট করতে গিয়েই বিপাকে পড়তে হয় তাকে। পুলিশ জরিমানা বাবদ ১৫ হাজার টাকা আদায় করেন ওই তরুণীর কাছ থেকে।

এই ক্লিপটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে সচকাদওয়াহাই নামে একটি অ্যাকাউন্ট থেকে। খবর লেখা পর্যন্ত পাঁচ হাজারের বেশি মানুষ লাইক করেছেন এবং ভিডিওটিতে মন্তব্য করে অনেকেই তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। ভিডিওটিতে মন্তব্য করে একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এটা কি প্রি-ওয়েডিং নাকি স্টান্ট..’ অপর একজন ব্যবহারকারী লিখেছেন, শ্যুটের চক্করে মানুষজন ঝুঁকি নিতেও পিছপা হয় না। আরেকজন ব্যবহারকারী লিখেছেন, ‘যদি সামান্য ভুলও হতো, তাহলে আপনি বড় দুর্ঘটনায় পড়তে পারতেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে কালো চশমা এবং বিয়ের পোশাক পরে এক তরুণী কনের সাজে ফরচুনারে বসে নানান পোজ দিচ্ছেন। এছাড়া এই ভিডিওতে বাজছে বিভা ছবির গান। ক্লিপে এটাও স্পষ্ট দেখা যাচ্ছে যে ক্যামেরাম্যান গাড়ির সামনে থেকে সেই সব দৃশ্য রেকর্ডিং করছেন।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Woman in bridal outfit rides on car bonnet for instagram reel gets fined by up police for violating traffic rules